শেষের পাতা
নতুন কর্মস্থলে যোগ দিতে পারেননি ৩১ শিক্ষক, এমপি’র বাধা, অসহায় শিক্ষা কর্মকর্তা
মুনির হোসেন
২৪ মে ২০২৩, বুধবার
ভোগান্তি ও অনিয়ম বন্ধের লক্ষ্যে প্রাথমিকের শিক্ষকদের বদলিতে অনলাইন সিস্টেম চালু করে সরকার। এ পদ্ধতিতে সারা দেশে নতুন কর্মস্থলে যোগদান করেছেন বদলি হওয়া শিক্ষকরা। কিন্তু কুমিল্লা আদর্শ সদর উপজেলায় বদলি হওয়া ৩১ সহকারী শিক্ষক নতুন কর্মস্থলে যোগদান করতে পারছেন না। এই শিক্ষকরা বদলির অফিস আদেশ নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে গেলে উপজেলা শিক্ষা অফিসার তাদের যোগদান করাতে অপারগতা জানান। জেলা শিক্ষা অফিসারও নিজেদের সীমাবদ্ধতার কথা জানান। পরামর্শ দেন- স্থানীয় (কুমিল্লা-৬) এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে যোগাযোগ করতে। বলেন- এমপি নতুন করে বদলি হয়ে আসা শিক্ষকদের যোগদান করাতে নিষেধ করেছেন। এদিকে ৩১ শিক্ষকের অধিকাংশই পূর্বের কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নেয়ায় বন্ধ রয়েছে তাদের বেতন ভাতাও।
বদলি হওয়া শিক্ষকদের অধিকাংশই নারী। যারা বৈবাহিক সূত্রে এখন কুমিল্লা সদর এলাকার বাসিন্দা। এদের বেশির ভাগই ইতোমধ্যে নিজেদের ভোটার আইডি কার্ড করেছেন।
এ ধরনের বদলির ক্ষেত্রে বিবাহের সময় স্বামী/স্ত্রীর যে স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়েছে ওই ঠিকানায় বদলির ক্ষেত্রে অনুচ্ছেদ ৩.৮-এ বর্ণিত ১০% কোটা পূরণের শর্তটি প্রযোজ্য হবে না।’ যদিও এমপি বাহাউদ্দিন বাহারের দাবি- নতুন নীতিমালা অনুযায়ী ১০ শতাংশের বেশি বদলি হয়ে আসতে পারবেন না। সেটা যেই হোক না কেন। তাই তিনি বহিরাগত কাউকে এলাকায় যোগদান করতে দিতে পারেন না। আর ভুক্তভোগী শিক্ষকদের দাবি- তারা বদলি হওয়া প্রতিষ্ঠানে যোগদানের লক্ষ্যে স্বামীর স্থায়ী ঠিকানার সপক্ষে প্রয়োজনীয় সব নথি জমা দিয়েছেন। এরপরও তাদের পদায়ন করা হচ্ছে না।
বিষয়টি নিয়ে সম্প্রতি ভুক্তভোগী শিক্ষকরা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দেন। যেখানে সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের বিষয়টি নিশ্চিতকরণে সরকারপ্রধানের সহযোগিতা চাওয়া হয়। অনলাইনে বদলি প্রক্রিয়াকে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার পদক্ষেপ উল্লেখ করে নতুন কর্মস্থলে যোগদান করতে না পারার জন্য উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারকে দায়ী করেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়- স্থানীয় এমপির আপত্তির বিষয়টিও। এ ছাড়া ছাড়পত্র নিয়ে নেয়ার কারণে বেতন ভাতা বন্ধ হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বলে জানান শিক্ষকরা। তাই বিষয়টির সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
চাঁদপুর থেকে কুমিল্লা সদরের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হওয়া ইসরাত জাহান জুহি মানবজমিনকে বলেন, আমি বদলির আদেশসহ বৈধ সব কাগজপত্র দেখানোর পরও জয়েন করতে পারছি না। উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন- এমপি মহোদয়ের নিষেধ আছে। সারা দেশে সবাই এ পদ্ধতিতে বদলি হলেও আমরা এখানে পারছি না। একটি উপজেলার জন্যতো সরকারের একটি ভালো উদ্যোগ প্রশ্নবিদ্ধ হতে পারে না। আমরা বিষয়টির সমাধান চাই। কুষ্টিয়ার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কুমিল্লা সদরের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হওয়া সেলিনা আক্তার বলেন, সরকার অনলাইন বদলি সিস্টেম করেছে ভোগান্তি কমানোর জন্য।
কিন্তু আমাদের ক্ষেত্রে ভোগান্তি বেড়েছে। আমি পুরাতন কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নিয়েছি। কিন্তু নতুন কর্মস্থলে যোগ দিতে পারছি না। এখানকার সংশ্লিষ্ট কর্মমর্তারা বলছেন- এমপি মহোদয়ের অনুমতি নেই। তারা বলেন, লোকাল এমপি’র সঙ্গে আপস করতে। আমাদের এখন বেতন ভাতা বন্ধ। ছেলেদেরও স্কুল থেকে ছাড়পত্র নিয়ে নিয়েছিলাম। এখন তারাও পড়ালেখা থেকে দূরে রয়েছে। মানবেতর জীবনযাপন করছি। মানসিকভাবে খুবই বিপর্যস্ত আমরা। আমি ব্যক্তিগতভাবে একাধিকবার গিয়েছি এমপির সঙ্গে কথা বলতে। কিন্তু তিনি এ বিষয়ে কোনো কথা বলতে চান না।
কুমিল্লা জেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান মানবজমিনকে বলেন, অফিস আদেশ অনুযায়ী অনলাইনে যারা বদলি হয়ে এসেছে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে দিতে হবে। কিন্তু স্থানীয় এমপি চান না বাইর থেকে কেউ এসে এখানে চাকরি করুক। তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ে ডিও লেটারও দিয়েছেন। বদলি হয়ে আসাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করানোর দায়িত্ব উপজেলা শিক্ষা অফিসারের। কিন্তু তিনি এমপিকে ডিঙিয়ে এ কাজটি করতে পারবেন না। রাজনৈতিক একটি বিষয়তো থাকে যেটি সবার জানা। আমরা এখানে আজ আছি কাল নেই। আমি যদি টিওকে নির্দেশনা দিই তারপর সে যদি লাঞ্ছিত হয় তার দায় কে নেবে। এখানে কার চাকরি হলো না হলো সেটাতো আমাদের বিষয় না। ২০১৯ সালেও তিনি যোগদান করতে দেননি। আমি বিষয়টি অধিদপ্তরকে জানিয়েছি। অনুরোধ করেছি- ডিজি, সচিব, মন্ত্রী যেন এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা আমাকে অধিদপ্তরের নির্দেশনা পালন করতে বলেছেন। তখন- আমি বলেছিলাম শেল্টার দেন। এমপিকে বাইপাস করে কিছু করা কঠিন।
জানতে চাইলে কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার মানবজমিনকে বলেন, যারা এ শিক্ষকদের বদলি করেছেন তারা আইন বহির্ভূতভাবে করেছেন। কর্মকর্তারা ভুল করেছেন। ২০২৩ সালের আইন অনুযায়ী ১০ শতাংশের বেশি বদলি হয়ে আসতে পারবে না। কিন্তু আমার এখানে সেটি ৬০ শতাংশ পর্যন্ত অতিক্রম করেছে। যার কারণে এলাকার ছেলে-মেয়েরা চাকরি পায় না। আমি আমার এলাকার মানুষের স্বার্থ সংরক্ষণে কাজ করি। মানুষ আমাকে ভোট দেয় তাদের কাজ করার জন্য। প্রাথমিকের কোনো শিক্ষকের সঙ্গে আমার বিরোধ নেই। যারা এতগুলো বদলি করেছেন তারা অন্যায়ভাবে করেছেন। পয়সাকড়ি খেয়ে করেছেন। আমার এলাকার ছেলে-মেয়েরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ থেকে পাস করেও চাকরি পায় না কোটার কারণে।
সবাই আমার এখানে বদলি হয়ে আসলেতো এখানে শূন্যপদ তৈরি হবে না। আর শূন্যপদ তৈরি না হলে নিয়োগ হবে না। নিয়োগ হবে অন্য এলাকায়। আমার এলাকার ছেলে-মেয়েদের কী হবে? আমি ইতোমধ্যে ডিও লেটার দিয়েছি। মন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলবো। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ মানবজমিনকে বলেন, এটা আমাদের নজরে এসেছে। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি সমাধান করতে বলেছি। তিনি ইতোমধ্যে জেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের জয়েন করাতে বলা হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
পাঠকের মতামত
একেই বলে ক্ষমতা,,, কুমিল্লায় বাহার, বিবারিয়ায় মুক্তাদির, নারায়ণগঞ্জে শামীম ওসমান, মিরপুরে কামাল মজুমদার, etc,,,তাহলে ওইসব এলাকায় প্রাদেশিক সরকার দিয়ে দেয়া উচিত,,, কারণ এরা সকল নিয়ম কানুনের উর্ধ্বে
"শিক্ষকের জীবনের থেকে চোর, চোরাচালানি, দারোগার জীবন অনেক আকর্ষণীয়। এ সমাজ শিক্ষক চায় না, চোর– চোরাচালানি– দারোগা চায়।"
সম্মানিত শিক্ষকদের সাথে এমপির এই ধরনের আচরণ কোন অবস্থায় মেনে নেয়া যায় না। সংশ্লিষ্ট এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। আগামীতে দল থেকে তাকে এমপি নমিনেশন না দেওয়ার জন্য অনুরোধ করছি।
তথাকথিত এমপি সাহেব যদি পারেন তাহলে নিজের উপজেলার বাইরে ছেলে মেয়ে বিয়ে দেওয়া বন্ধ করে দেন।
এমপি মহোদয়ের কথাই সঠিক। বাংলাদেশের অনেক এলাকার লোক এক জায়গার ঠিকানা দিয়ে চাকুরী পেয়ে অন্য জেলায় বদলী হয়ে উক্ত জেলার কোটা নষ্ট করছে।
সরকারি কর্মচারীদের কাকে কোথায় বদলি করলো সেটা দেখার দায়িত্ব কি সংসদ সদস্যর? তাহলে সংসদ সদস্য মহোদয়ের কাজ কি?
এমপি মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন! উনি তার জনগণের কথা ভাবতে পারছেন। কিন্তু দুঃখ সিলেটের জন্য। নানা ছলচাতুরীর মাধ্যমে বহিরাগতরা সিলেট জেলার প্রতিটি উপজেলা ছেয়ে গেছে। কিন্তু আমাদের বেকুব প্রতিনিধিরা এব্যাপারে বেখেয়াল।
বাহাউদ্দিন বাহারের দাবি- নতুন নীতিমালা অনুযায়ী ১০ শতাংশের বেশি বদলি হয়ে আসতে পারবেন না।----বদলি হয়ে আসতে পারে ,বা না পারে সেটা দেখার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে । সেটা দেখার দায়িত্ব অন্য কোন বহিরাগত ব্যক্তির নয়, যার যে কাজ তাকে সেই কাজ করতে দেওয়া উচিত এবং এতেই দুঃসংবাদ পাওয়া থেকে দূরে থাকা যায়!
আমার এলাকার ছেলে মেয়েদের কি হবে ? কোটি টাকার প্রশ্ন । তা হলে প্রাইমারি শিক্ষক নিয়োগ উপজেলা ভিত্তিক আইন করা উচিত । এমপি পার্লামেন্টে এই প্রস্তাব উত্থাপন করা শ্রেয়। বদলি শিক্ষকদের জয়েন করতে বাধা সৃষ্টি করে প্রশাসনে হস্তক্ষেপ করা ঠিক নয় ।
তথাকথিত এমপি সাহেব যদি পারেন তাহলে নিজের উপজেলার বাইরে ছেলে মেয়ে বিয়ে দেওয়া বন্ধ করে দেন। তাহলে আপনার উপজেলায় কেউ বদলি হয়ে যাবে না।
মন্তব্য করুন
শেষের পাতা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]