শিক্ষাঙ্গন
মনিপুর স্কুলের অ্যাডহক কমিটির সভাপতিকে অব্যাহতি, দায়িত্বে জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৩ মে ২০২৩, মঙ্গলবার, ৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন
রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা জেলা প্রশাসককে। এর মাধ্যমে প্রধান শিক্ষক ও অ্যাডহক কমিটির মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসন হবে বলে মনে করে ঢাকা শিক্ষা বোর্ড।
মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করার আদেশ দেয়া হয়। এতে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে অ্যাডহক কমিটির সভাপতি করা হয়। স্কুলের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব, সাধারণ শিক্ষক প্রতিনিধি হিসেবে আলমগীর হোসেন, অভিভাবক প্রতিনিধি জাকিয়া শিল্পী এবং পোষ্য কোটায় নুসরাত জাহান স্নেহাকে রাখা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই রাজধানীর মনিপুর স্কুলে চলছে অস্থিরতা। সবশেষ গত ১৮ই মে প্রধান শিক্ষক নিয়ে ফের অস্থিরতা শুরু হয়। বর্তমান প্রধান শিক্ষককে বাদ দিয়ে নতুন করে প্রধান শিক্ষক নিয়োগ দেন অ্যাডহক কমিটির সভাপতি দেলোয়ার হোসেন। আর নতুন প্রধান শিক্ষককে অবৈধ ঘোষণা করে শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে পাল্টা নোটিশ দেয় বর্তমান প্রধান শিক্ষক জাকির হোসেন। নতুন প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে যান সাধারণ শিক্ষকরা। অভিযোগ রয়েছে বহিরাগতদের দিয়ে শিক্ষকদের ওপর হামলা চালানোর। এতে প্রায় ২০ জন শিক্ষক আহত হন।