কলকাতা কথকতা
মানুষ-ভূত নাকি সত্যি ভূতের কারবার?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৩ মে ২০২৩, মঙ্গলবার, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

রাত হলেই গ্রামের সুনসান রাস্তায় কে যেন কুকিয়ে কেঁদে বেড়ায়। অলক্ষ্য থেকে নাগাড়ে এসে পড়ে ঢিল। ঠিক দুপুর বেলা, ভূতে মারে ঢেলা- এই আপ্তবাক্যটি যেন সত্যি হয়ে দেখা যায় রাত নিশুতি হলেই। জলপাইগুড়ি জেলার কোনপাকুড়ি গ্রামের সরকার পাড়া ভূতের ভয়ে অতিষ্ট। গ্রামের মানুষ রাতবিরাতে দরকারে বাড়ির বাইরে বেরোতে হলে হেলমেট মাথায় দিয়ে বের হচ্ছেন। খবর এলো কলকাতায় রাজ্য পুলিশের সদর দপ্তরে। রেডিওগ্রাম গেল জেলা পুলিশে। ভূত ধরতে পুলিশ! পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এলো চমকপ্রদ তথ্য। এই গ্রামে আছে বেশ কয়েকটি চা বাগান। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। এই নদীর জল দিয়েই চা বাগানের কাজ হয়, গ্রামেরও কৃষি কাজ হয়। কিছুদিন আগে এই যমুনা নদী থেকে বেআইনিভাবে বালু তোলার সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে কয়েকজনকে। বালু মাফিয়াদের কাজ নিয়ে তীব্র আপত্তি জানায়। এরপরই নাকি গ্রামে ভূতেদের উপদ্রব শুরু হয়। স্থানীয় গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান গিরিবালা রায় তাঁর স্বামীকে পাঠিয়েছিলেন সরকার পাড়ায়। তিনি ঢিল পড়া দেখেছেন কিন্তু উৎস খুঁজে পাননি। পুলিশের সন্দেহ এবং তারা কলকাতায় যে প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছে তাতে এটি বালু মাফিয়াদের কাজ বলেই উল্লেখ করা হয়েছে। কিন্তু, এ সত্ত্বেও ভূতের উপদ্রব কমেনি। আজও সরকার পাড়ায় নিশুতি রাতে কান্নার শব্দ শুনতে পাওয়া যায়। গভীর রাতে উড়ে আসে ঢিল।