ঢাকা, ১৭ মে ২০২৪, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

রাজা চার্লসের রাজ্যাভিষেক যেন ক্যাটওয়াক শো

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৭ মে ২০২৩, রবিবার, ১:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩০ পূর্বাহ্ন

mzamin

রাজা চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানের মাধ্যমে গোটা ইংল্যান্ড ভাসছে এক অনন্য আবেগে। রাজ্যাভিষেকের মঞ্চটি দেখে মনে হচ্ছিলো যেন কোনো ফ্যাশন শো।  প্রিন্সেস অ্যান একটি লাল রঙের বাইকর্ন টুপি, নেপোলিয়নের মখমলের পোশাকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উজ্জ্বলতা ছড়িয়ে দিলেন।  পেনি মর্ডান্ট একটি টিল টু-পিসে দর্শকদের নজর কেড়ে নেন।  তাঁর হাতের বিশাল তরবারিটির ঝলকানি ছিলো দেখার মতো। নয় বছর বয়সী প্রিন্স জর্জের পোশাকটি ছিলো একজন  সৈনিকের মতো। ক্যাটওয়াক হিসাবে, রাজা চার্লসের রাজ্যাভিষেকটি নিঃসন্দেহে দর্শনীয় ছিল। ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে দীর্ঘ সময় ধরে সেই  গৌরবময় দৃশ্য মানুষকে বিনোদন পরিবেশন করে । প্রাসাদ থেকে জানানো হয়েছিলো,  চার্লস একটি আধুনিক, অথচ ছোট ইভেন্ট চান যা বৃটেনের  জীবনযাত্রার সংকটের দিকটি  প্রতিফলিত করে।  কিন্তু পোশাকের  ঝলকানি দেখে তা বোঝার উপায় ছিলো না। 

 জেরুজালেমের পবিত্র ক্রিসম তেল দিয়ে রাজার অভিষেক ঘটানো হল। আর, রাজার ক্ষমতার প্রতীক রাজকীয় অলঙ্কার তিনি পরলেন। এরপর তাঁকে ক্যান্টারবেরির আর্চবিশপ মুকুট পরানো হয় । যা পরে তিনি গোল্ড স্টেট কোচে চেপে একটি মাইল লম্বা মিছিলে অংশগ্রহণ করলেন বাকিংহাম প্যালেসে ফিরে আসার জন্য। রানী ক্যামিলার সাদা সিল্কের পোশাক এবং   গলায় গবস্টপার হীরার হার গোটা বিশ্ব প্রত্যক্ষ করলো।

বিজ্ঞাপন
রাজকীয় নীল আনুষ্ঠানিক পোশাকের সঙ্গে  ওয়েলস প্রিন্সেস আলেকজান্ডার ম্যাককুইন ডিজাইনার সারাহ বার্টনের ডিজাইন করা একটি হাতির দাঁতের সিল্ক ক্যাপড গাউন পরেছিলেন। চারটি জাতির প্রতিনিধিত্ব করার জন্য গোলাপ, ড্যাফোডিল, থিসল এবং শ্যামরক মোটিফ দিয়ে সূচিকর্ম করা পোশাকটি বৃটিশ গ্রামাঞ্চলের ভালবাসা এবং প্রকৃতি এবং পরিবেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক ছিলো । কেট  ক্রিস্টাল সহ সিলভার বুলিয়ন পাতার একটি পুষ্পস্তবক সদৃশ হেডপিস বেছে নিয়েছিলেন মাথায় দেবার জন্য। ব্রুস ওল্ডফিল্ডের ক্যামিলার গাউনটির সাথে  তার পুত্রবধূর পোশাকের মিল ছিলো  । গাউনটিতে সিল্ক দিয়ে তৈরী নানা সূচিকর্ম ছিল। ওল্ডফিল্ড উইমেনস ওয়্যার ডেইলিকে বলেছে  যে নকশাটি "প্রকৃতি এবং বৃটিশ গ্রামাঞ্চলের প্রতি রাজা এবং রাণীর স্নেহের প্রতীক। '' রাজ্যাভিষেকের আমন্ত্রণপত্রে ফুটিয়ে তোলা হয়েছিলো  'মিডসামার নাইটস ড্রিম ' এর  লোকগাঁথা।   যদিও রাজ্যাভিষেকের সময়  প্রিন্স হ্যারির উপস্থিতি কিছুটা ম্লান ছিলো। ওয়েলেসদের  নিখুঁত পোশাকের বহরও ছিলো বেশ চটকদার। প্রিন্সেস শার্লটও  আলেকজান্ডার ম্যাককুইনের পোশাক পরেছিলেন। 

সেরা পোশাক পরিহিত অতিথিদের মধ্যে ছিলেন দক্ষিণ আফ্রিকার সোপ্রানো প্রিটি ইয়েন্ডে, যিনি ফরাসি ডিজাইনার স্টেফেন রোল্যান্ডের প্রজাপতি-ডানার মতো  হলুদ গাউন পরে অনুষ্ঠানের সময় অ্যাবেতে গান গেয়েছিলেন। ক্যাটি পেরির পোশাকে লিলাক লেদারেট ফ্যাব্রিকের  ব্যবহার দেখা গেছে , যেটি তৈরী করে গেছেন প্রয়াত ভিভিয়েন ওয়েস্টউড। ডেমস ম্যাগি স্মিথ এবং জুডি ডেঞ্চ উভয়েই যথাক্রমে নীল এবং ওটমিলের সাথে মিলে যাওয়া ট্রিলবি টুপিগুলির সাথে মানানসই উলের পোশাক পরেছিলেন। উপস্থিত দর্শকরা অধিকাংশই এমন পোশাক পরেছিলেন দেখে মনে হবে যেন  গ্রীষ্মকালীন বিবাহের কোনো অনুষ্ঠান চলছে । এছাড়াও  অক্ষতা মূর্তির জন্য কালো পোশাক , সামান্থা ক্যামেরনের লাল লিপস্টিক  ক্যামেরার নজর কেড়ে নিয়েছিলো।  চেরি ব্লেয়ার, জিল বাইডেন   এবং পিপ্পা মিডলটন প্যাস্টেল রঙের পোশাক পরে  রাজ্যাভিষেক অনুষ্ঠান আলোকিত করে রেখেছিলেন।

 

সূত্র : দা গার্ডিয়ান

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

ইউকে-বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত / বৃটেন থেকে ফেরত পাঠানো হবে ১১ হাজার বাংলাদেশিকে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status