কলকাতা কথকতা
অগ্নিগর্ভ মণিপুর, নামলো সেনা, দেখামাত্র গুলির নির্দেশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১ বছর আগে) ৪ মে ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৫৫ অপরাহ্ন

ভারতের অঙ্গরাজ্য মণিপুর অশান্ত এবং অগ্নিগর্ভ। আদিবাসী ও স্থানীয় মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষে আগুন জ্বলছে মণিপুরে। রাজ্য সরকার সকাল-সন্ধ্যা কারফিউ জারি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। রাতের পর সেনা নামানোর সিদ্ধান্ত নেয় সরকার। পাঁচ হাজার সেনা রাতেই পথে নেমেছে পরিস্থিতি মোকাবিলায়। মণিপুরে সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। বাস, ট্রেন ইত্যাদি গণপরিবহন আটকে পাথর ছুঁড়ে সেগুলির গতিরোধ করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে- সড়ক অবরোধ, গণপরিবহণে অগ্নি সংযোগের ঘটনায় বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। বহু জায়গায় ইন্টারনেটের তার কেটে দেয়া হয়েছে। এই রাতেও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের লুকোচুরি খেলা চলছে। মণিপুর সরকার শুট অ্যাট সাইট ঘোষণা করেছে রাজ্যে।