কলকাতা কথকতা
বাংলাদেশ গমণেচ্ছু তরুণীকে ধর্ষণ
প্রবঞ্চক দালাল গ্রেপ্তার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৩১ মে ২০২২, মঙ্গলবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৩ পূর্বাহ্ন
তরুণীটি যে কোন কারণেই হোক বাংলাদেশে যেতে চেয়েছিলো। হিঙ্গলগঞ্জে হাতে পড়ে এক দালালের। দালালটি ভুলিয়ে ভালিয়ে তরুণীটিকে নিয়ে যায় যোগেশগঞ্জের গৌরাঙ্গকাটি গ্রামে। সেখানেই তরুণীটিকে ধর্ষণ করে গৌরাঙ্গ বর্মন নামের আরেক দালাল। বাংলাদেশ যাওয়াতো দূরের কথা, লাগাতার ধর্ষণ করে মেয়েটিকে ছেড়ে দিয়ে গৌরাঙ্গ চলে আসে তার কলকাতার যাদবপুরের বাড়িতে। সব হারানো মেয়েটি পুলিশ এর দ্বারস্থ হয়। পুলিশ অনুসন্ধানে নেমে যাদবপুরের গৌরাঙ্গর সন্ধান পায়। সোমবার সকালে পুলিশের একটি দল যাদবপুরের একটি চায়ের দোকানে চপ মুড়ি আর চা খাওয়ার সময় ধরে গৌরাঙ্গকে। এলাকার মানুষজন হতবাক গৌরাঙ্গর দালাল পরিচয় দেখে এবং তার ধর্ষণের কাহিনি শুনে।