কলকাতা কথকতা
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা, অভিমুখ হতে পারে বাংলাদেশ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৪ মাস আগে) ৩ মে ২০২৩, বুধবার, ৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪১ পূর্বাহ্ন
বুধবার দুপুর থেকে কলকাতায় বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর এদিনই জানিয়েছে, ২০২০ সালের আম্ফানের স্মৃতি ফিরিয়ে আনতে আসছে ঘূর্ণিঝড় মোচা। এই ঝড়ের শক্তি কত হবে তা অবশ্য এখনই বলতে পারছে না আবহাওয়া দপ্তর। অবশ্য এই ঝড়ের অভিমুখ যে বাংলাদেশ কিংবা মিয়ানমার হতে পারে সেই বিষয়ে তারা নিশ্চিত।
নিয়ম করে মে মাস এলেই ঘূর্ণিঝড় আসছে বঙ্গে। ২০২০ সালের পর ’২১-এ এসেছিলো যশ। তারপর পালা করে এসেছে সিত্রাং এবং অশনি। এবার মোচা কতটা ভয়ঙ্কর হতে পারে? আলিপুর আবহাওয়া দপ্তর এই বিষয়ে এখনই সুনিশ্চিত জবাব দিতে না পারলেও এই ঝড় যে সুন্দরবন ছুঁয়ে বাংলাদেশ কিংবা মিয়ানমারে গিয়ে আছড়ে পড়বে সেই ব্যাপারে তারা নিশ্চিত। দু’দেশের আবহাওয়া দপ্তরকে এই বিষয়ে অবহিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ নবান্নে বিভিন্ন দপ্তরের অফিসারদের নিয়ে বিপর্যয় মোকাবিলার একটি বৈঠক করেন। নিচু এলাকা থেকে মানুষজনকে সরানোর পরিকল্পনা নেয়া হয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বাঁচাতে নেয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।
।