ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

শিক্ষাঙ্গন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

(১১ মাস আগে) ২৯ এপ্রিল ২০২৩, শনিবার, ৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৪৬ পূর্বাহ্ন

mzamin

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে এখনও সরকারের কোনো সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ব্যাপারে সরকার চিন্তা-ভাবনা করছে। এর সঙ্গে সরকারের আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে। তাই এ ব্যাপারে আরও গবেষণার দরকার আছে।

শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমানের প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমান। সভায় সভাপতিত্ব করেন উক্ত কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন

আরও খবর

   

শিক্ষাঙ্গন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status