কলকাতা কথকতা
সৌরভের পরিবারে বধূ নির্যাতনের অভিযোগ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৬ এপ্রিল ২০২৩, বুধবার, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

বেহালায় মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে অশান্তির কালো মেঘ। সৌরভের ভাতৃবধূ মোম গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় এফআইআর দায়ের করেছেন সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের নামে। স্নেহাশীষ ক্রিকেট আসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির সভাপতি। একজন প্রাক্তন ক্রিকেটার। মোম গঙ্গোপাধ্যায় তাঁর অভিযোগে লিখেছেন- স্নেহাশীষ তাঁকে মারধর করেন। অকথ্য অত্যাচার করেন। আর এসবই করেন তিনি প্রেমে অন্ধ হয়ে। স্নেহাশীষ আরেকটি বিয়ে করতে চান। তাই তার ওপর অত্যাচার চালানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। মোমের আইনজীবী জানাচ্ছেন যে ঠাকুরপুকুর থানায় এফআইআর করা হলেও গঙ্গোপাধ্যায় পরিবারের প্রভাবের জন্য তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। ইতিমধ্যে কোর্টে গিয়ে স্নেহাশীষের বিয়েটা তাঁরা আটকেছেন। নির্ভরযোগ্য সূত্রের খবর যে স্নেহাশীষ দীর্ঘদিন ধরে প্রেম করছেন এক বিখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থার বাড়ির মেয়ের সঙ্গে। মেয়েটি নিজেও নাকি কোম্পানির কাজের সঙ্গে যুক্ত। সৌরভ আবার এই জুতো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। স্নেহাশীষ-মোম এর বিবাহিত জীবন দীর্ঘদিনের। তাঁদের মেয়ে বিদেশে পড়াশোনা করেন। অভিযোগ, মোম একদিন সিএবিতে স্নেহাশিষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁকে অপমান করে তাড়িয়ে দেয়া হয়। বিষয়টি ময়দানে ছড়িয়ে পড়েছে। এখন দেখার সৌরভ গঙ্গোপাধ্যায় এই পারিবারিক বাউন্সার সামাল দেন কিভাবে?