ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৯ রবিউল আউয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

সৌরভের পরিবারে বধূ নির্যাতনের অভিযোগ

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(৪ মাস আগে) ২৬ এপ্রিল ২০২৩, বুধবার, ১১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

mzamin

বেহালায় মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে অশান্তির কালো মেঘ। সৌরভের ভাতৃবধূ মোম গঙ্গোপাধ্যায় ঠাকুরপুকুর থানায় এফআইআর দায়ের করেছেন সৌরভের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের নামে। স্নেহাশীষ ক্রিকেট আসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবির সভাপতি। একজন প্রাক্তন ক্রিকেটার। মোম গঙ্গোপাধ্যায় তাঁর অভিযোগে লিখেছেন- স্নেহাশীষ তাঁকে মারধর করেন। অকথ্য অত্যাচার করেন। আর এসবই করেন তিনি প্রেমে অন্ধ হয়ে। স্নেহাশীষ আরেকটি বিয়ে করতে চান। তাই তার ওপর অত্যাচার চালানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। মোমের আইনজীবী জানাচ্ছেন যে ঠাকুরপুকুর থানায় এফআইআর করা হলেও গঙ্গোপাধ্যায় পরিবারের প্রভাবের জন্য তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বিজ্ঞাপন
ইতিমধ্যে কোর্টে গিয়ে স্নেহাশীষের বিয়েটা তাঁরা আটকেছেন। নির্ভরযোগ্য সূত্রের খবর যে স্নেহাশীষ দীর্ঘদিন ধরে প্রেম করছেন এক বিখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থার বাড়ির মেয়ের সঙ্গে। মেয়েটি নিজেও নাকি কোম্পানির কাজের সঙ্গে যুক্ত। সৌরভ আবার এই জুতো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। স্নেহাশীষ-মোম এর বিবাহিত জীবন দীর্ঘদিনের। তাঁদের মেয়ে বিদেশে পড়াশোনা করেন। অভিযোগ, মোম একদিন সিএবিতে স্নেহাশিষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁকে অপমান করে তাড়িয়ে দেয়া হয়। বিষয়টি ময়দানে ছড়িয়ে পড়েছে। এখন দেখার সৌরভ গঙ্গোপাধ্যায় এই পারিবারিক বাউন্সার সামাল দেন কিভাবে?   
 

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

সৌরভের আশ্চর্য রূপান্তর/ ছিলেন ক্রিকেটার, হয়ে গেলেন শিল্পপতি

দিল্লি হাইকোর্টের চাঞ্চল্যকর রায়/ বিয়ের পর যৌন সম্পর্কে লিপ্ত না হওয়াটা নিষ্ঠুরতার শামিল

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status