কলকাতা কথকতা
মৈত্রী এক্সপ্রেস কলকাতা পৌঁছাতেই যাত্রীদের উজ্জ্বল মুখ
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ৩০ মে ২০২২, সোমবার, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩৭ অপরাহ্ন
করোনার কারণে দুবছর ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল বন্ধ ছিল। বাংলাদেশের রোগী আসাও বন্ধ ছিল বাইপাস সংলগ্ন মুকুন্দপুরের হাসপাতালগুলিতে। রোববার থেকে যাত্রা শুরু করেছে বন্ধন ও মৈত্রী এক্সপ্রেস। গতকাল প্রথম মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতায় পৌঁছানো মাত্র চোখ মুখ উজ্জ্বল হয়ে গেছে ঢাকা থেকে আসা যাত্রী সাজিদ আলি মোল্লা কিংবা নাড়ু ঘোষদের। তোলপিতল্পা নিয়ে অনেকেই ছুটেছেন মুকুন্দপুরের গেস্ট হাউসে। সোমবার সকালে ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু হবে। গেস্টহাউস, দোকানপাট ইত্যদিও খুশি বাংলাদেশ থেকে যাত্রী আসায়। বন্ধন এক্সপ্রেস কলকাতা-খুলনার মধ্যে সপ্তাহে দুদিন চলবে। ১৭২ কিলোমিটার পথ অতিক্রম করবে ৫ ঘন্টা ২০ মিনিটে। তিনটি স্টেশন এ এই ট্রেন থামবে -- পেট্রাপোল, বেনাপোল এবং যশোর। কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস কলকাতা থেকে ছাড়বে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও শনিবার। ঢাকা থেকে কলকাতা আসবে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শনিবার। ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সময় ভারতের সীমানায় বি এস এফ এবং বাংলাদেশের সীমানায় বি জি বি ট্রেন এর নিরাপত্তায় থাকবে। রেল কর্তৃপক্ষের আশা, যাত্রী সংখ্যা শীঘ্রই বাড়বে। আট বগির ট্রেনে চারটি এক্সিকিউটিভ ক্লাসের বগিও থাকবে।