কলকাতা কথকতা
ভারত, বাংলাদেশের বাজার ছেয়ে গেছে নকল জিগানা পিস্তলে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৫ মাস আগে) ২০ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

কালো কুচকুচে গায়ের রং। লম্বায় ছ ইঞ্চির বেশি নয়। মেড ইন তুরস্ক- এই পিস্তলই প্রাণ নিয়েছে রাজনীতিবিদ কাম ডন আতিক আহমেদ এবং তার ভাই আশরাফের। ২০০১ সালে টিসাস কোম্পানি এই পিস্তল বাজারে আনে। ম্যাগাজিনে একসঙ্গে ১৫টি বুলেট থাকে। ১১টি মডেল আছে জিগানার। কোনো কোনো মডেলের ম্যাগাজিনে ১৮টি বুলেটও ভরা যায়। একেকটি পিস্তলের দাম ছয় থেকে সাত লক্ষ রুপি। কিন্তু, নকল বেরিয়ে গেছে জিগানার। পাকিস্তানের একটি অস্ত্র ব্যবসায়ী গোষ্ঠী এই নকল জিগানা বাজারে ছেড়েছে।
পাঠকের মতামত
একটা বিষয় ক্লিয়ার মনে রাখা উচিত যে- মুসলিম রাজনীতিবিদ আতিক আহমেদ এবং তার ভাই আশরাফের হত্যা এবং সেই রাতে আতিক আহমেদের হত্যার ৪ ঘন্টা আগেই তার ছেলেকে পুলিশ ক্রসফায়ার এ দিয়েছিলো। আরএসএস(বিজেপি) এবং পুলিশ এর যৌথ প্রচেষ্টায় এই তিন হত্যাকান্ড ঘটানো হয়েছিল।