কলকাতা কথকতা
নিরুদ্দেশ মুকুল রায়, ছেলের নিখোঁজ ডায়েরি
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৮ পূর্বাহ্ন

তিনি একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফের তৃণমূলে ফেরেন। সোমবার রাত থেকে তিনি নিখোঁজ। উত্তর চব্বিশ পরগনার বীজপুরের বাড়ি থেকে তিনি নিরুদ্দেশ হয়েছেন। তাঁর ছেলে শুভরাংশু রায় বীজপুর থানায় সোমবার রাত দশটা নাগাদ একটি মিসিং ডায়েরি করেন। যে ডায়েরিতে তিনি লেখেন যে তাঁর বাবা বিকেলে দুই ব্যক্তির সঙ্গে চলে গেছেন। কোথায় গেছেন জানাননি। মুকুল রায়ের নিরুদ্দেশ হওয়ার খবরে রাতভর হইচই হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, অসুস্থ মুকুল রায় তৃণমূল কংগ্রেসের ওপর তিতি বিরক্ত। তিনি ফের বিজেপিতে ফিরতে চান। এই নিয়ে ছেলের সঙ্গে তাঁর তীব্র মতবিরোধ। তাই, ছেলেকে না জানিয়েই তিনি দিল্লি গেছেন একদা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়’র সঙ্গে দেখা করতে। যদিও মুকুল রায় চাইছেন বিজেপিতে ফিরতে। কিন্তু রাজনীতিতে অপ্রাসঙ্গিক মুকুলকে বিজেপিতে ফেরাতে দল কতটা আগ্রহী হবে তা নিয়ে সন্দেহ আছে। মুকুল সম্প্রতি গুরুতর অসুস্থ হয়েছিলেন। স্ত্রী বিয়োগের পর কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগেছেন। তাঁর মস্তিষ্কে একটি চিপও বসানো আছে। এই অবস্থায় রাজ্য রাজনীতিতে বিজেপিতে ফেরা তাঁর পক্ষে কার্যত অসম্ভব। যে কৈলাশ বিজয়বর্গীয়কে খুঁটি তিনি ধরছেন তাঁর অবস্থানই বিজেপিতে এখন টলমল। এই অবস্থায় মুকুল রায়ের মেনস্ট্রিম রাজনীতিতে ফেরা এখন অসম্ভব । তবে, কে যেন বলেছিলো- রাজনীতিতে শেষ কথা বলা যায় না। মুকুল রায়ের অবস্থা এখন যেন- যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশের মতো।