কলকাতা কথকতা
দুই বছর পর কলকাতা-ঢাকা ট্রেন চলাচল শুরু
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ২৯ মে ২০২২, রবিবার, ২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:১৩ অপরাহ্ন

ফাইল ফটো
দুই বছর ধরে কলকাতা-ঢাকা ট্রেন চলাচল বন্ধ থাকার পর রোববার আবার দু'দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন এর সংযোগ ঘটলো। মাত্র ২১ জন যাত্রী নিয়ে বন্ধন এক্সপ্রেস রওয়ানা হল বাংলাদেশের উদ্দেশ্যে। পূর্ব রেল কর্তৃপক্ষের আশা, অচিরেই যাত্রী সংখ্যা বাড়বে। নিদারুন করোনার জন্যে ভারত-বাংলাদেশ আরও স্পষ্ট করে বলা ভালো কলকাতা-ঢাকার মধ্যে রেল চলাচল বন্ধ ছিল। করোনার প্রকোপ কমায় আবার শুরু হল যাত্রীবাহী ট্রেন চলাচল। আজ সকালে যখন বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করে তখন মুষ্টিমেয় যাত্রীর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। বন্ধন এক্সপ্রেস আজ রাতেই ঢাকা পৌঁছাবে। কাল আবার বাংলাদেশের যাত্রীদের নিয়ে রওয়ানা হবে কলকাতার উদ্দেশ্যে। ঢাকা-কলকাতা ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি ভারত-বাংলাদেশ মৈত্রী সংগঠন। তাদের আশা, আবার দুদেশের প্রীতির সম্পর্ক নিবিড় হবে এই ট্রেন যাত্রার মাধ্যমে।