অনলাইন
শামসুজ্জামানকে কাশিমপুর থেকে কেরানীগঞ্জ কারাগারে হস্তান্তর
অনলাইন ডেস্ক
(২ মাস আগে) ১ এপ্রিল ২০২৩, শনিবার, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৮ অপরাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে একটি প্রিজন ভ্যান তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ। তিনি বলেন, গতকাল রাতে সাংবাদিক শামসুজ্জামান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ ছিলেন। আজ সকালে তাঁকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হচ্ছে। এর আগে সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেয়ার ৩০ ঘণ্টা পর গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শামসুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাঁকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করে রমনা থানার পুলিশ। অন্যদিকে শামসুজ্জামানের পক্ষে তাঁর আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। সে আবেদনের শুনানি শুরু হয় বেলা দুইটার দিকে। তখন হাজতখানা থেকে শামসুজ্জামানকে আদালতে আসামির কাঠগড়ায় তোলা হয়।
পাঠকের মতামত
ফেরাউনের শাসন চলছে।