কলকাতা কথকতা
কলকাতা কথকতা
শিশু মৃত্যু নিয়ে কেন কাজিয়া বিজেপি আর তৃণমূলে?
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ৯:৪৪ অপরাহ্ন
স্বামী-স্ত্রীর ঝগড়াও এখন এই বঙ্গে বিজেপি-তৃণমূলের সংঘাতের চেহারা নিচ্ছে। বিস্ময়ের কী যে, তিলজলার শিশুমৃত্যুও কাজিয়ার কারণ হবে দুই রাজনৈতিক দলের! তিলজলায় ক’দিন আগে এক শিশুর মৃত্যু হয়। তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। এর মাঝে তান্ত্রিক দ্বারা আদিষ্ট হয়ে অলোক কুমার পাসোয়ান নামে এক ব্যক্তি এই খুনটি করেছে বলে গুঞ্জন ছড়ায়। অলোক কুমার পাসওয়ানকে খুন ও ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হলেও তার কথা অনুযায়ী নিমতলা শ্মশানঘাটে গিয়ে তার দেয়া তথ্যে কোনও তান্ত্রিকের সন্ধান পাওয়া যায়নি। অলোক আপাতত পুলিশ হেফাজতেই আছে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের পক্ষে প্রিয়াঙ্কা কানুনোগো তিলজলায় তদন্তে গেস্ট মৃত শিশুর বাবা-মার সঙ্গে কথা বলছিলেন। সেই সময় সেখানে পৌঁছান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন সুদেষ্ণা রায়। বিজেপি পরিচালিত জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রিয়াঙ্কা নাকি সুদেষ্ণাকে মমতা বন্দোপাধ্যায়ের লোক বলে অপমান করেন ও নিহত শিশুর বাবা-মায়ের সঙ্গে কথা বলতে দিতে চাননি। পাল্টা প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন যে, রাজ্য শিশু সুরক্ষা কমিশন প্রথম থেকেই কিছু লুকানোর চেষ্টা করছিলো।