ঢাকা, ১ জুন ২০২৩, বৃহস্পতিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৪ হিঃ

খেলা

আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি উপহার পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
১ এপ্রিল ২০২৩, শনিবারmzamin

২০২০ সালে করোনার সময় অসহায়দের পাশে দাঁড়াতে নিজের ক্রিকেট ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। ফেসবুক লাইভ সেশনে নিলাম চলাকালে ভক্ত-সমর্থকদের নানা প্রশ্নের উত্তরও দেন বিশ্বসেরা অলরাউন্ডার। এসময় একজন সাকিবকে জিজ্ঞেস করেন- ‘সুযোগ পেলে স্ত্রী শিশিরকে ছাড়া অন্য কাকে নিয়ে চাঁদে যেতে চান?’ সাকিবের সাবলীল জবাব, ‘মেসি’। এই সুপারস্টারের জন্যই আন্তর্জাতিক ফুটবলে টাইগার অধিনায়কের পছন্দ আর্জেন্টিনা। ফ্রান্সকে হারিয়ে যেদিন বিশ্বচ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা, সেদিন মেসিদের জয়ের আনন্দে আকাশী-সাদা জার্সি পরে সাকিবও বেরিয়ে পড়েছিলেন ঢাকার রাস্তায়। বাংলাদেশি সুপারস্টারের ফুটবলপ্রেম নজরে পড়েছে আর্জেন্টাইনদেরও। সাকিবের ভালোবাসার প্রতিদান হিসেবে উপহার এসেছে সুদূর আর্জেন্টিনা থেকে। বিশ্বসেরা ক্রিকেটারের জন্য আর্জেন্টিনার ক্রিকেট দলের জার্সি পাঠিয়েছেন দেশটির পুরুষ এবং নারী দলের দুই অধিনায়ক।
গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচের আগেই সাকিবকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিটি বুঝিয়ে দেন আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্দ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুকে এনিয়ে একটি পোস্ট করা হয়।

বিজ্ঞাপন
শিরোনামে লেখা হয়, ‘আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক এরনান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্টোকসের পাঠানো আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের জার্সি গ্রহণ করছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের প্রতি শুভকামনা জানিয়েছেন তারা (দুই অধিনায়ক)। ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্দ জার্সিটি বাংলাদেশ পর্যন্ত এনেছেন।’
আইরিশ ধারাভাষ্যকারের সঙ্গে আর্জেন্টাইনদের সংযোগ কীভাবে? ঘটনার গোমর ফাঁস করেছেন খোদ অ্যান্ড্রু লিওনার্দই। তিনি বলেছেন, ‘বুয়েন্স আয়ার্সে আইসিসির বাছাইপর্বে ধারাভাষ্য দিচ্ছিলাম। সেটা এই সিরিজের আগে। সেখানে টুর্নামেন্টের শেষ দিনে (আর্জেন্টিনার) খেলোয়াড়েরা জানতে চেয়েছিল, এখান থেকে আমি কোথায় যাব। বললাম আমার গন্তব্য বাংলাদেশ। তারা বলল, ‘‘খুব ভালো, আমরা বাংলাদেশকে ভালোবাসি। এ দুটি দেশের বন্ধন খুব শক্ত।’’ তারা জানতে চাইল, তাদের পক্ষ থেকে সাকিবের জন্য উপহার হিসেবে আমি জার্সি নিয়ে যেতে পারব কি না? এছাড়া ভিডিও বার্তাও পাঠিয়েছে তারা। তখনও জানতাম না, এটা সম্ভব কি না, তবে আমি সর্বোচ্চ চেষ্টাই করেছি। বিসিবি মিডিয়া টিমও সাহায্য করেছে। আমি একজন সামান্য বার্তাবাহক, সাহায্য করতে পেরে ভালেণা লাগছে।’
সাকিবকে পাঠানো ভিডিও বার্র্তায় আর্জেন্টাইন নারী ক্রিকেট দলের অধিনায়ক আলিসন স্টোকস বলেন, ‘হ্যালো সাকিব, কেমন আছেন? আমার নাম আলিসন স্টোকস। আমি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। আমি জানি আপনি একটি উপহার পেয়েছেন। আশা করি আপনার পছন্দ হবে। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে কতটা সমর্থন করেছে, তা আমি জানি। একইভাবে আমি এবং আমরা সবাই আপনাদের দেশের ক্রিকেটকে সমর্থন করি। আয়ারল্যান্ডেরন বিপক্ষে সিরিজে সৌভাগ্য কামনা করছি।’ ভিডিও বার্তায় আর্জেন্টিনা পুরুষ দলের অধিনায়ক এরনান ফেনেল বলেন, ‘হ্যালো সাকিব। আমি এরনান ফেনেল, আর্জেন্টিনার অধিনায়ক। সবশেষ বিশ্বকাপ ফুটবলে সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। জার্সিটা তারই প্রশংসাসূচক উপহার।’
ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্দ জানান, উপহার পেয়ে বেশ খুশি হয়েছেন সাকিব। লিওনার্দ বলেন, ‘সাকিব বেশ খুশি। সে বলেছে, আর্জেন্টিনাকে সে ভালোবাসে, এই জার্সিও ভালোবাসে। আর ভিডিও বার্তা পেয়েও খুব খুশি হয়েছে সাকিব।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status