বিনোদন
‘এটাই এই দেশের স্বার্থপর শিল্পী সমাজের আসল নিয়তি’
স্টাফ রিপোর্টার
১ এপ্রিল ২০২৩, শনিবার
দেশের অন্যতম শীর্ষ সংগীতশিল্পী আসিফ আকবর। মাঝে-মধ্যেই তিনি বিভিন্ন অন্যায় ও অসঙ্গতি নিয়ে লিখে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ধ্বংসের মুখে পতিত হওয়া গানের ইন্ডাস্ট্রি নিয়ে তিনি লিখেছেন। আসিফ লেখেন, গত বাইশ বছর অডিও সার্কিটের সব ডাইমেনশনে কাজ করেছি। প্রাতিষ্ঠানিকভাবে ক্যাসেট সিডি’র যুগ গত হয়েছে ২০১০ সালেই। এখন ইউটিউবের যুগও ধুঁকছে, একটি গানে কোটি ভিউয়ে রিটার্ন বিশ হাজার টাকাও আসে না। মিউজিক ভিডিওতে মোটা অঙ্ক বিনিয়োগ করে ভিউয়ের ইঁদুর দৌড় আপাতত শেষ। আসিফের মতে, গানের প্রডিউসররা তাদের বিনিয়োগ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নাটকের পেছনে, সেই খাতও মৃত্যুর সঙ্গে লড়ছে। নাটকের ভেতরে গান ঢুকিয়ে আপৎকালীন অক্সিজেন দিয়ে গানের ব্যবসার দিনও শেষ। সব মিলিয়ে গানের বাজারে পেশাদার অডিও প্রযোজকরা এখন সরে যেতে বাধ্য হয়েছেন, আর কখনোই ফিরে আসবেন না।