ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বিনোদন

পোশাক নিয়ে কড়া সমালোচনায় শ্রেয়া

বিনোদন ডেস্ক

(২ মাস আগে) ৩১ মার্চ ২০২৩, শুক্রবার, ১১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৩ পূর্বাহ্ন

mzamin

বর্তমান সময়ে তারকা এবং নেটিজেনদের সম্পর্ক দারুণ জমে। পান থেকে চুন খসলেই শুরু হয় নানা ধরণের আলোচনা-সমালোচনা। আর তারকাদের জন্যও এ বিষয়টি নতুন কিছু নয়। বিভিন্ন কারণে নেটনাগরিকদের নিন্দার মুখে পড়েন তারা। এবার এ দশা হলো ভারতীয় অভিনেত্রী শ্রেয়া ধন্বন্তরির। অন্তর্বাস না পরায় কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রেয়া। কখনও দাঁড়িয়ে কখনও বসে। কিছু ছবিতে পরে আছেন শুধুই একটি সাদা শার্ট। ‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেত্রীর উস্কোখুস্কো খোলা চুল কাঁধ বেয়ে নেমেছে বুকের একপাশে।

বিজ্ঞাপন
ঢিলেঢালা শার্টের ওপরের দিকের সব বোতাম খোলা। অন্তর্বাস নেই। যদিও শার্টের নিচের দিকে একটি বোতাম আটকানো। সেভাবেই ছবি দিয়ে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী। শ্রেয়ার এই রূপ দেখে ঘুম চলে গেছে অনুরাগীদের। একজন লেখেন, ভাষা হারালাম! কেউ আবার আগুনের ইমোজি দিয়ে ভরিয়েছেন কমেন্টবক্স। উল্লেখ্য, শ্রেয়ার ‘দুঃসাহসী’ ছবি ভাইরাল সমাজমাধ্যমে। তিনি এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছেন ওটিটি মাধ্যমে। ‘স্ক্যাম ১৯৯২’ এবং ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ অভিনয় করে এরইমধ্যে তারকা খ্যাতি পেয়েছেন এই অভিনেত্রী।
 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status