কলকাতা কথকতা
রামনবমীর মিছিল ঘিরে হাওড়া উত্তপ্ত, সংঘর্ষ, গাড়িতে আগুন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১১:৫০ অপরাহ্ন
রামনবমীর মিছিল ঘিরে হাওড়া উত্তপ্ত হয়ে ওঠে বৃহস্পতিবার রাতে। মিছিল আটকানো হয়েছে- এই নিয়ে বিজেপি সরব হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাতে একটি টুইট করে বলেছেন- কেউ মিছিল আটকায় নি। বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছে। তবে, মিছিলের বিজ্ঞাপিত রুটের বদল হলে পুলিশ আটকাবেই। তাছাড়া মিছিলে যে সমস্ত মানুষ ছিল তাদের হাতে ছিল তলোয়ার ও ধারালো অস্ত্র। অস্ত্রের উন্মুক্ত প্রদর্শনে রাজ্যের কিছু বিধি নিষেধ আছে। তা না মেনেই শোভাযাত্রা নিয়ে যাওয়া হচ্ছিলো। তৃণমূলের অভিযোগ, বিজেপি বাইরে থেকে গুণ্ডা এনে গন্ডগোল শুরু করেছে। রাতের এই গণ্ডগোলে বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
বিজ্ঞাপন