বিনোদন
‘ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলিনি’
স্টাফ রিপোর্টার
৩১ মার্চ ২০২৩, শুক্রবার
এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এর মধ্যদিয়েই হিরো আলমের উত্থান হয়েছে- সম্প্রতি এমন মন্তব্য করেছিলেন বরেণ্য নাট্যকার, অভিনেতা ও সংগঠক মামুনুর রশীদ। যা নিয়ে নেট দুনিয়ায় রীতিমতো তোলপাড়। এমন মন্তব্যের জন্য নাট্যাঙ্গনের বেশির ভাগ মানুষের কাছে বাহবা পেয়েছেন মামুনুর রশীদ। তবে কিছু মানুষ কড়া সমালোচনা করছেন। হিরো আলম নিজেও ফেসবুকে লাইভে এসে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে সামগ্রিকভাবে রুচির দুর্ভিক্ষ চলছে, হিরো আলম তার প্রতীকী রূপ- আলোচনা-বিতর্কের বিপরীতে এমনটাই বলছেন নাট্যজন মামুনুর রশীদ। এ বিষয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলিনি। বলেছি সামগ্রিকভাবে। এদিকে হিরো আলম লাইভে এসে বলেছেন এ বক্তব্যের জন্য যদি তিনি আত্মহত্যা করেন তবে তার দায়ভার মামুনুর রশীদকে নিতে হবে।
বিজ্ঞাপন