কলকাতা কথকতা
গানের ব্যান্ড গড়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৭:১০ অপরাহ্ন
বৃহস্পতিবার ভরদুপুর। খরসাণ সূর্য তার তাপ বিতরণ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বসে আছেন ময়দানে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণা মঞ্চে। হঠাৎ তিনি গেয়ে উঠলেন- এবার তোর্ মরা গাঙে... মঞ্চে উপবিষ্টরা, দর্শকরা গলা মেলালেন তাতে। গান শেষে মুখ্যমন্ত্রী তৃণমূলের যুব-ছাত্রদের নিয়ে একটি ব্যান্ড গড়ার ঘোষণা দিলেন। এর নামকরণ করলেন জয়ী।
পাশেই বসেছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল বিখ্যাত গায়ক। অরূপ যে ভালো গান গাইতে পারেন তা জানা গেল মুখ্যমন্ত্রীর কথায়। মুখ্যমন্ত্রী বললেন, অরূপ ভালো গায়। ইন্দ্রনীল তো প্রতিষ্ঠিত গায়ক। এদেরও ব্যান্ডের দলে নিতে হবে। ব্যান্ডের দল অনুশীলন করে তারপর তৃণমূলের নানা অনুষ্ঠানে অংশ নেবে। এদিন ধর্ণামঞ্চে মমতা শোনান তার রাজনৈতিক জীবনের নানা কথা। তিনি সবার মাঝে ভাগ করে নেন বিভিন্ন স্মৃতি। বলেন, আমি মনপ্রাণ দিয়ে দল করি। তৃণমূল লক্ষ্যে এগোবেই।