ঢাকা, ৬ জুন ২০২৩, মঙ্গলবার, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বিশ্বজমিন

মধ্যরাতে ইসরাইলের একের পর এক মিসাইল হামলায় কেঁপে উঠলো দামেস্ক

মানবজমিন ডেস্ক

(২ মাস আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৫৮ অপরাহ্ন

mzamin

সিরিয়ার রাজধানী দামেস্কে আবারও মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহরটি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলের ছোঁড়া বেশ কয়েকটি মিসাইল আকাশেই ধ্বংস করে দেয়া হয়েছে। তবে এরপরেও একাধিক মিসাইল আছড়ে পড়ে শহরের বিভিন্ন অংশে। 

আল-জাজিরার খবরে জানানো হয়, রাত ১টা ২০ মিনিটে মিসাইল হামলা চালায় ইসরাইল। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভোর পর্যন্ত মিসাইল আক্রমণ প্রতিহত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরাইল দখলকৃত গোলান হাইটস থেকে দামেস্কের আশেপাশে লক্ষ্য করে এই মিসাইলগুলো নিক্ষেপ করে। এতে প্রাথমিকভাবে দুই সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে। তবে বেশ কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে।
সামরিক সূত্র জানিয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করেছিল। এর কয়েকটিকে আকাশে ধ্বংস করে দেয়া হয়। পরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন
তবে মন্ত্রণালয়ের তরফে সিরিয়ার ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেয়া হয়নি।

ইসরাইল সাম্প্রতিক বছরগুলিতে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত অংশের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ মাসে আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল-আবিব।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status