ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

মাদক কারবারিদের তাণ্ডব

রূপগঞ্জে ২৫ বসতঘরে তালা, স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক আটকের জেরে ২৫ বসত ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে মাদক কারবারিরা। এ সময় এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম করে তারা। বুধবার বিকালে উপজেলার কায়েৎপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, চনপাড়া বস্তির মাদক কারবারি শমসের ও সাহাবুদ্দিনের ১০ কাটুন বিয়ার বুধবার বিকালে আটক করে স্থানীয় মানুষ। এর জের ধরে ২৫ ব্যক্তির বসত ঘরে তালা ঝুলিয়ে দেয় শমসের ও সাহাবুদ্দিন। এ সময় বাধা দিলে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর জখম করে তারা। ভুক্তভোগীরা আরও জানান, শমসের ও সাহাবুদ্দিন স্থানীয় এমপি বলয়ের সমর্থনে চনপাড়া বস্তিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অপরদিকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত। বুধবার বিকালে শমসের ও সাহাবুদ্দিন বিয়ার আটকে তাদের হাত থাকতে পারে সন্দেহ করে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের শাহজাহান ভূঁইয়া বলয়ের আওয়ামী লীগ নেতা ওসমান গনি বাবুল, লোকমান ভাণ্ডারী, মহিলালীগ নেতা স্বপ্না আক্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম গাজীসহ ২৫ জনের বসত ঘরে তালা ঝুলিয়ে দেয়। এ সময় জসিম গাজী তালা মারতে বাধা দেয়ায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে শমসের, সাহাবুদ্দিন ও তাদের লোকেরা।

বিজ্ঞাপন
খবর পেয়ে চনপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের বাড়ির তালা খুলে দেয়। স্থানীয়রা জানান, গত একযুগ ধরে রূপগঞ্জের এমপি’র প্রত্যক্ষ মদতে শমসের ও সাহাবুদ্দিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তাদের দু’জনের বিরুদ্ধে কেবল রূপগঞ্জ থানায় তিন ডজনের অধিক মামলা রয়েছে। তারপরও ক্ষমতাসীনদের প্রশ্রয়ে থাকার কারণে পুলিশ তাদের গ্রেপ্তারের সাহস পাচ্ছে না। এ ব্যাপারে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মামুন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগীদের বাড়ির তালা খুলে দিয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে শমসের যতই প্রভাবশালী হোক তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status