ঢাকা, ২৮ মে ২০২৩, রবিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৪ হিঃ

বিনোদন

কোলাহল ও বায়োস্কপের উদ্যোগে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

স্টাফ রিপোর্টার
৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবারmzamin

কোলাহল কমিউনিকেশন তাদের বার্ষিক ইভেন্ট হিসেবে ‘কোলাহল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’র ঘোষণা দিয়েছে। এই আয়োজনের সহ-আয়োজক হিসেবে সংযুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রখ্যাত বিপণন প্রতিষ্ঠান বায়োস্কপ ফিল্মস। যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো শহরে ২৮শে মার্চ এক আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে বাংলাদেশের তরুণ নির্মাতা খোঁজা ও তাদের তৈরি শর্ট ফিল্ম নিয়ে ফেস্টিভ্যালের এই উদ্যোগের কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি। এ প্রসঙ্গে কোলাহল কমিউনিকেশন’র প্রধান নির্বাহী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, আমাদের এটি ড্রিম প্রজেক্ট। দেশ ও দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন তারা সকলেই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগীদের ভেতর থেকে আমরা সৃজনশীল ও মেধাবী নির্মাতাদের খোঁজার এই কার্যক্রম পরিচালনা করবো। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও সারা দেশ থেকে শর্ট ফিল্ম জমা দেয়ার শেষ তারিখটাও খুব শিগগিরই ঘোষণা করবো।  উল্লেখ্য, প্রাথমিকভাবে যেকোনো মেধাবী নির্মাতা তাদের যেকোনো ডিভাইসে নিজেদের গল্পে শর্ট ফিল্ম পাঠাবেন, এরপর ৫ জন জুরির মাধ্যমে তা বাছাই করে এই চলচ্চিত্র নির্মাতারা সেরা মেধাবীদের খুঁজে বের করবেন। এই জুরিদের ভেতরে দেশের গুণী চলচ্চিত্র ব্যক্তিত্বরা থাকবেন। বায়োস্কপ ফিল্মসের প্রধান নির্বাহী রাজ হামিদ বলেন, কোলাহল কমিউনিকেশন সবসময় সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা করে থাকে।

বিজ্ঞাপন
আমরা বায়োস্কপ ফিল্মস থেকে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের কথা ভাবছিলাম। ঠিক সে সময় কোলাহলের এই উদ্যোগটি আমাদের কাজটিকে সহজ করে দিয়েছে। আমরা একই সঙ্গে সেরা  দেশের ৩ টি শর্ট ফিল্ম প্রযোজনা করবো এবং সেরা ১০ শর্ট ফিল্ম নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার অধিকাংশ রাজ্যে বড় পর্দায় তা প্রদর্শনীর ব্যবস্থা করবো।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status