কলকাতা কথকতা
আজ কলকাতা উত্তাল ৪ রাজনৈতিক সমাবেশ নিয়ে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

ময়দানে আম্বেদকর মূর্তির পাদদেশে মমতা বন্দোপাধ্যায়ের ধর্ণা, শহীদ মিনার ময়দানে অভিষেক বন্দোপাধ্যায়ের তৃণমূল যুব ছাত্র সমাবেশ, শ্যামবাজার মেট্রোর সামনে বিজেপির অবস্থান আর রামলীলা ময়দান থেকে বামদের পদযাত্রা, সঙ্গী কংগ্রেসও। এই চার বড় রাজনৈতিক কর্মসূচি নিয়ে আজ কলকাতার নাভিশ্বাস। যানজট হওয়ার সম্ভাবনা। ব্যাপক পরিমাণে পুলিশ নিয়োগ করা হয়েছে শান্তিরক্ষায়। মমতা বন্দোপাধ্যায়ের ধর্ণা কেন্দ্রের অসহযোগিতার বিরুদ্ধে। অভিষেক বন্দোপাধ্যায়ের সভা থেকে বিজেপিবিরোধী রব উঠবে। শ্যামবাজারে বিজেপি সমাবেশ রাজ্যের কেন্দ্রের টাকা ব্যয় করে হিসাব না দেয়ার বিপক্ষে, সাগরদীঘির পর কলকাতায় প্রথম বাম-কংগ্রেস একসঙ্গে। আজকের সমাবেশগুলির রাজনৈতিক তাৎপর্য অনেকটাই। মমতা ধর্ণা মঞ্চে পৌঁছে গেছেন। অভিষেকের সভায় যোগ দিতে বাস-ট্রাকে করে লোক আসছে। বিজেপি, বাম,কংগ্রেসও পিছিয়ে নেই। আজ যেন শক্তি প্রদর্শনের যুদ্ধ। আজ বাতাসে বারুদের গন্ধ ছড়াবেই। মূল যুদ্ধের আগে এ যেন ওয়ার্ম আপ।