খেলা
ধর্ষণের অভিযোগ, হাকিমিকে তালাক দিচ্ছেন তার স্ত্রী
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৫৬ পূর্বাহ্ন

ধর্ষণের অভিযোগ উঠেছে আশরাফ হাকিমির বিরুদ্ধে। ঘটনার জেরে পিএসজির মরোক্কান ডিফেন্ডারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী হিবা আবুক।
গত ২৫শে ফেব্রুয়ারি আশরাফ হাকিমির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ২৪ বছর বয়সী এক নারী। ভুক্তভোগী সেই নারীর দাবি, স্ত্রী হিবা আবুকের অবর্তমানে প্যারিসের বৌলগুনে নিজের বাড়িতে সেই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন হাকিমি। অভিযোগ আমলে নিয়ে পিএসজি তারকার বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ। তবে অভিযোগটি অস্বীকার করেছেন হাকিমি। এরপরই গুঞ্জন ওঠে পিএসজি ডিফেন্ডারের সঙ্গে এক ছাদের নিচে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন হিবা আবুক। গুঞ্জনকে বাস্তব রূপ দিয়ে হাকিমির স্ত্রী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘বাস্তবতা হলো, অনেক চিন্তাভাবনার পর আমার সন্তানের বাবা এবং আমি আমাদের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি।’
হিবা আবুক জানান, স্বামী নন; অভিযোগকারী সেই নারীর পাশে আছেন তিনি। হিবা লিখেছেন, ‘দুঃখজনক বিষয়। এটা হজম করতে সময় লেগেছে আমার। আমি সবসময়ই ভুক্তভোগীর পাশে ছিলাম এবং থাকব। অভিযোগের গুরুত্ব বিচারে এখন আমরা সুষ্ঠু বিচারই দাবি করতে পারি।’
জনপ্রিয় স্প্যানিশ অভিনেত্রী হিবা আবুকের সঙ্গে প্রেম করে ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেন আশরাফ হাকিমি। তারকার দম্পতির দুই সন্তান রয়েছে।