অনলাইন
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের বাধা দিলে ২ থেকে ৭ বছরের জেল
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৪:৪৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন
ভোটের দিনে নির্বাচন কমিশন অনুমোদিত সাংবাদিক ও পর্যবেক্ষকদের বাধা দিলে বা সম্পদ বিনষ্ট করলে দুই থেকে ৭ বছর পর্যন্ত সাজার বিধান রেখে নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খান এ তথ্য জানান। খসড়ায় জাতীয় নির্বাচনে প্রতি আসনে একজন করে রিটার্নিং অফিসার রাখার প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে প্রতি জেলায় একজন করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মো. মাহমুদুল হাসান বলেন, এটা নীতিগত অনুমোদন হলো। আরও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য কেবিনেটে আনা হবে। আইনটি হবে, এটাই শুধু অনুমোদন হলো। বাকি সব প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো পরবর্তী সময়ে কেবিনেটে উত্থাপন করা হবে।