ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শাওয়াল ১৪৪৫ হিঃ

কলকাতা কথকতা

রাজ্যের উন্নয়ন দেখতে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল আসছে: প্রেসিডেন্টকে মমতা

বিশেষ সংবাদদাতা, কলকাতা

(১ বছর আগে) ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১০ অপরাহ্ন

mzamin

ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সামনে ধামসা মাদলের তালে তালে নেচে তার যেমন তারিফ কুড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, তেমনই শুনিয়ে রাখলেন রাজ্যের উন্নয়নের কথা। তার কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্প যে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও প্রশংসা পাচ্ছে তা প্রেসিডেন্টকে জানিয়ে মমতা বলেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্যের উন্নয়ন দেখতে। 

সোমবার রাতে রাজভবনে প্রেসিডেন্টের সম্মানে ছিল স্টেট্ ডিনার। প্রেসিডেন্ট যেহেতু নিরামিষভোজী, তাই মেন্যুতে রাখা হয়েছিল সব নিরামিষ পদ। ওয়েলকাম ড্রিংক হিসেবে ছিল ডাব, তরমুজ ও কমলালেবুর রস। এরপর স্টার্টারে ছিল- ছানার চপ, কাজু আখরোট কিসমিস, ভাজা কাঠবাদাম। মেইন কোর্সে ছিল- গোবিন্দভোগ চালের ভাত, করাইশুঁটির কচুরি, ফুলকা এবং পরোটা। এর সঙ্গে ছিল ভাজা মুগ ডাল, বেগুন ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, পটলের দোলমা, এঁচোরের কালিয়া, লাল শাক ভাজা, আখরোটের কারি এবং উত্তর ভারতীয় কায়দায় রান্না কুর্মি ভাবে পাপরেওয়ালা কারি।

ডেজার্টে ছিল বাংলার মিষ্টি দই, আখরোটের হালুয়া, নলেন গুড়ের সন্দেশ ও ক্ষীর চন্দ্রকলা। শেষ পাতে মিষ্টি পানতো ছিলই। সংসদ এর সেন্ট্রাল হলে তৃণমূল সংসদ সদস্য সুদীপ বন্দোপাধ্যায় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে বলেছিলেন-কলকাতায় গেলে মিষ্টি দই অবশ্যই খাবেন। প্রেসিডেন্টকে শুধু বাংলার দূর্গা মূর্তি নয়, দু হাঁড়ি মিষ্টি দইও উপহার দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়।

বিজ্ঞাপন
আজ হেলিকপ্টারে শান্তিনিকেতন উড়ে গেলেন প্রেসিডেন্ট। সেখানে তার পছন্দমত পোস্তর বড়া থাকছে মধ্যহ্নভোজের পাতে।

কলকাতা কথকতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status