কলকাতা কথকতা
কলকাতা কথকতা
রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনায় মুখ্যমন্ত্রী কী আবেদন রাখলেন !
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২৭ মার্চ ২০২৩, সোমবার, ৭:৪৯ অপরাহ্ন
দু’দিনের কলকাতা সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আদিবাসী রাষ্ট্রপতির এই প্রথম পশ্চিমবঙ্গ সফর। তিনি সোমবার নেতাজি ভবন পরিদর্শন করেন। বিবেকানন্দর বসতবাটি সিমলা স্ট্রিটে যান। সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকার তাকে নাগরিক সংবর্ধনা দেয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও মন্ত্রীমন্ডলীর সদস্যরা। মুখ্যমন্ত্রী তার স্বাগত ভাষণে দেশের অনগ্রসর শ্রেণির প্রতিনিধিত্বকারী রাষ্ট্রপতিকে তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে বলেন। তার বক্ত্যব্যের শেষ অংশটি ছিল প্রাণিধানযোগ্য। মমতা বলেন, দেশের এক নম্বর নাগরিকের কাছে আমার আবেদন, দেশের সংবিধান ঠিকমত রক্ষিত হচ্ছে কি-না দেখুন। সংবিধানের ধারাগুলো ঠিকমতো পালিত হচ্ছে কি-না লক্ষ্য রাখুন।