অনলাইন
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা ভালো অবস্থায় আছে: ফেডারেল রিজার্ভ প্রধান
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। দেশটির ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক নানা আলোচনার মধ্যে এর প্রধান জেরোমি পাওয়েল নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থা ভালো অবস্থায় আছে।
এনএইচকে ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে এ খবর দিয়ে বলা হয়েছেঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের পরিচালকরা মূল্যস্ফীতি প্রতিরোধ করা অব্যাহত রাখতে সুদের হার আবারও বৃদ্ধি করেছেন। বুধবার জেরোমি পাওয়েল উক্ত ঘোষণাটি প্রচার করেন। নীতি প্রণেতারা সুদের হার এক শতাংশ পয়েন্টের এক চতুর্থাংশ বৃদ্ধি করেছেন। এটা হচ্ছে ২০২২ সালের মার্চ মাস থেকে টানা নবম বৃদ্ধি।
এ বিষয়ে জেরোমি পাওয়েল বলেছেন, “আমাদের ব্যাংকিং ব্যবস্থা পুঁজি ও তারল্যের শক্ত অবস্থান নিয়ে ভালো ও স্থিতি অবস্থায় আছে। আমরা পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর প্রদান অব্যাহত রাখবো।”
তিনি বলেন, মূল্যস্ফীতি “ঊর্ধ্বমুখী” অবস্থায় বজায় আছে এবং তিনি ও তার সহকর্মীরা মূল্য নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন যে, এ বছর তাদের সুদের হার কর্তন করা তিনি প্রত্যাশা করছেন না।