অনলাইন
বাড্ডা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

রাজধানীর মধ্য বাড্ডা পোস্ট অফিস গলির একটি বাসা থেকে মো. ইমতিয়াজ আহমেদ আদর (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নওশীন নুসরাত জানান, আমরা দুজন প্রেম করে বিয়ে করি। আমার স্বামী উত্তরার আইইউবিতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আমাদেরকে পারিবারিকভাবে মেনে না নেয়ায় আমার স্বামী বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। আজ ভোরে বাথরুমের দরজা লাগিয়ে গলায় কাপড় পেঁচিয়ে গ্রিলের সঙ্গে ফাঁস দেন। পরে দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করে না খুললে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি- গ্রিলের সঙ্গে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় প্রতিবেশীদের নিয়ে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানায়। নিহতের পিতার নাম মো. মনির হোসেন। বর্তমানে মধ্য বাড্ডা পোস্ট অফিস গলির ৮৮১ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।