অনলাইন
জীবদ্দশায় মিলেনি সনদ, জামুকায় সাক্ষাৎকার দিতে যাওয়ার পথে মৃত্যু
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৯ অপরাহ্ন

দেশের জন্য সরাসরি যুদ্ধ করেও মুক্তিযোদ্ধা সদন পাননি সোনাগাজীর মোস্তফা। রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে সব চেষ্টাই করেছেন তিনি। সোনাগাজী উপজেলায় এবার মুক্তিযোদ্ধা যাচাই-বাচাইয়ের পর সর্বসম্মতিক্রমে ৩৭ জনের নাম তালিকাভুক্ত করে জামুকায় পাঠানো হয়। তালিকাতে ১২ নম্বরে নাম উঠে মোস্তফার। চূড়ান্ত রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) সাক্ষাৎকার দিতে যাওয়ার পথে বুধবার সকালে ঢাকায় আকস্মিক মৃত্যু হয় মোস্তফার।
মোস্তফার নাতি রাজু বলেন, জামুকা থেকে গতকাল ফোন করে দাদাকে তাদের অফিসে যেতে বলা হয়। বুধবার সকালে দাদা ঢাকা পৌঁছে সিএনজিতে জামুকায় যাওয়ার পথে ফকিরাপুলে অসুস্থ হয়ে পড়েন। আমরা দ্রুত তাকে হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ নাসির উদ্দিন বলেন, মোস্তফা প্রকৃত মুক্তিযোদ্ধা, আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। দেশ স্বাধীনের পর জীবিকার তাগিদে অন্যত্র চলে যাওয়ায় তালিকাভুক্ত হতে পারেননি। গত ২০০৯ সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার আবেদন করেন তিনি। সোনাগাজীতে মামলার কারণে দীর্ঘ ১৩ বছর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাচাই হয়নি। আদালতের রায়ের পর আবেদন করা ৫৮৪ জনের মধ্যে গত মাসে যাচাই বাচাই শেষে ৩৭ জনের নাম আমরা জামুকায় পাঠাই। বুধবার মোস্তফাসহ ৩৭ জন জামুকায় সাক্ষাৎকার দিতে ঢাকাতে যান। ঢাকাতে পৌঁছে মোস্তফা মৃত্যুবরণ করেন। ৩৬ জন সাক্ষাৎকার দেয়ার পর মোস্তফার মৃত্যুর বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করি।
তিনি আরও বলেন, মোস্তফা খুব দরিদ্র ছিলেন। বসবাস করতেন নবাবপুর ইউনিয়নে। পরে ভূমিহীন কোটায় তার স্থান হয় চরদরবেশ ইউনিয়নের সরকারি আশ্রয়ণ প্রকল্পে। গত ১৫ বছর ধরে পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন তিনি। এলাকাবাসী ও মোস্তফার নিকটাত্মীয় মো. সেলিম বলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভাব-অনটনের মধ্যে থাকা মোস্তফা রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ায় হতাশ ছিলেন। মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার কাছাকাছি পৌঁছেও তিনি দেখে যেতে পারলেন না। সনদ না থাকায় মৃত্যুর পরও রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত হয়েছেন। বুধবার বিকালে জানাজা শেষে আশ্রয়ণ প্রকল্পের পাশেই তাকে সমাহিত করা হয়েছে।