প্রথম পাতা
মার্কিন নিষেধাজ্ঞা
ইইসি প্রতিনিধি ঢাকায় আসতে পারছেন না
এম এম মাসুদ
২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবারইউরোশিয়ান ইকোনমিক কমিশন (ইইসি)-এর সঙ্গে প্রস্তাবিত বাংলাদেশের জয়েন্ট কমিশনের বৈঠক হচ্ছে না। আগামী ২৭শে মার্চ ঢাকায় বৈঠকটি হওয়ার কথা ছিল। বৈঠকের জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদল পুরোপুরি প্রস্তুত ছিল। বৈঠকে নেতৃত্ব দেয়ার কথা ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সময়ের প্রতিদ্বন্দ্বী, পরবর্তীতে উপদেষ্টার দায়িত্ব পালনকারী রাজনীতিক কাম অর্থনীতিবিদ সার্গেই গ্লাজিওয়েবের। তিনি বর্তমানে ইউরোশিয়ান ইকোনমিক কমিশনের প্রভাবশালী সদস্য। ইইসি বোর্ডের গুরুত্বপূর্ণ প্রতিনিধি গ্লাজিওয়েবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র এটা নিশ্চিত করেছে ইইসি প্রতিনিধিদল ঢাকা আসতে অপারগতা প্রকাশ করেছে। তারা বৈঠকটি পিছিয়ে দিতে কিংবা ভার্চ্যুয়ালি করতে চাইছে। ধারণা করা হচ্ছে যে, বিদ্যমান নিষেধাজ্ঞার কারণে প্রতিনিধিদল তাদের সফর বাতিল করে থাকতে পারে। ইইসি কমিশনার সার্গেই গ্লাজিওয়েব কমিশনের ব্যাস্টিক অর্থনৈতিক বিষয়াবলি দেখভাল তথা সমন্বয় করেন। ইউরোশিয়ান ইকোনমিক কমিশন হলো ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়নের কার্যনির্বাহী সংসদ। এটি সিদ্ধান্ত বাস্তবায়ন, ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়নের চুক্তি বহাল রাখা এবং ইউনিয়নের দৈনন্দিন কাজ কর্মের দায়িত্বপ্রাপ্ত। ইউরোশিয়ান অর্থনৈতিক কমিশনের প্রধান কাজ হলো ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়নের কার্যকারিতা ও উন্নয়ন নিশ্চিত করা। আগামীর পথ চলায় নতুন নতুন প্রস্তাবনা তৈরি করা। কমিশনের ১০ জন সদস্য বা কমিশনার রয়েছেন। রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া কিরগিজস্তান ওই ৫ সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক জোট ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়নের প্রতি সদস্য রাষ্ট্র ২ জন করে কমিশনার মনোনয়ন দেয়। রাশিয়ার প্রতিনিধি অপর কমিশনার হলেন আন্দ্রি সেøপন্যাব। তিনি বাণিজ্যের বিষয়টি দেখভাল করেন।