প্রথম পাতা
অস্বাভাবিক ছুটিতে পাকিস্তান দূত
কূটনৈতিক রিপোর্টার
১৩ মে ২০২৫, মঙ্গলবার
অনির্দিষ্টকালের ছুটিতে গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি বলছে, ১১ই মে থেকে ছুটিতে তিনি। এই সময়ে তিনি বাংলাদেশের বাইরে থাকবেন জানিয়ে সেগুনবাগিচায় নোট পাঠিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। তবে কতোদিন তিনি ছুটি থাকবেন সে সম্পর্কে ইসলামাবাদ ঢাকাকে কিছুই বলেনি। তারা শুধু জানিয়েছে- হাইকমিশনার মিস্টার মারুফের অবর্তমানে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ-হাইকমিশনার মুহাম্মদ আসিফ। তবে কী কারণে তার এই অস্বাভাবিক ছুটি- সে বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, তার ঢাকা ছাড়ার বিষয়ে নানা রকম গুঞ্জন রয়েছে। ২০২৩ সালের ৭ই ডিসেম্বর প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশের মধ্যদিয়ে ঢাকা মিশন শুরু করেন পেশাদার কূটনীতিক সৈয়দ আহমেদ মারুফ।