কলকাতা কথকতা
এবার বিদিশার বান্ধবী মঞ্জুষার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ২৭ মে ২০২২, শুক্রবার, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৩ অপরাহ্ন

পল্লবী দে, বিদিশা দে মজুমদারের পর মঞ্জুষা নিয়োগী। আজ শুক্রবার সকালে পাটুলিতে মঞ্জুষার বাপের বাড়িতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মঞ্জুষা বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই অবসাদেই সে আত্মহনন করেছে বলে পরিবারের দাবি। পুলিশের সন্দেহ, বিদিশা-মঞ্জুষার মধ্যে নাজায়েজ সম্পর্ক ছিল। বিদিশা মারা যেতেই সেই শোকে মঞ্জুষা আত্মঘাতী হতে পারে বলে তাদের অনুমান। মঞ্জুষা চিনতো পল্লবীকেও। তবে, খুব একটা বন্ধুত্ব ছিলো না। নিহত মঞ্জুষা বিবাহিত। তার স্বামী তাকে নিজের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্যে বৃহস্পতিবার মঞ্জুষাদের বাড়িতে গিয়েছিলো।
তার মা তখন জামাইকে বলেন, বান্ধবীর মৃত্যুতে খুব ভেঙে পড়েছে মঞ্জুষা। কদিন বাপের বাড়িতে থেকে ও শ্বশুরবাড়ি ফিরবে। জামাই এর পর চলে যায়। আজ ভোরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মঞ্জুষার। সেও মডেলিং পেশার সঙ্গে যুক্ত ছিল। শুক্রবার সকালে খবর পেয়েই পি-টু/৩২ পি পি কলোনির নিয়োগী ভিলায় গিয়ে দেখা গেল ভিড় একদম টইটুম্বুর। পাড়া প্রতিবেশীরা ছুটে এসেছেন। পুলিশ পাহারায় নিয়ে যাওয়া হল মঞ্জুশ্রীর দেহ পোস্টমর্টেম এর জন্য। পাড়া প্রতিবেশীরা জানালেন, বিয়ের পর থেকে গন্ডগোল লাগায় মঞ্জুশ্রী নাকি বাপের বাড়িতেই বেশি থাকতো। বিদিশার সঙ্গে তার বন্ধুত্ব নিবিড় ছিল। বিদিশা কয়েকবার পাটুলির বাড়িতে এসেছে বলেও প্রতিবেশীরা জানাচ্ছেন।
একের পর এক শো বিজনেস এর সঙ্গে যুক্ত নারীরা আত্মঘাতী হওয়ায় নানা প্রশ্ন দানা বাঁধছে এই ইন্ডাস্ট্রি নিয়ে।