ঢাকা, ১১ মে ২০২৫, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শরীর ও মন

শিশুর নাক দিয়ে হঠাৎ রক্ত পড়লে

ডা. সৈয়দা নাফিসা ইসলাম
২৩ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
mzamin

শিশুদের ক্ষেত্রে যেকোনো রোগেরই মাত্রা সাধারণত একটু বেশিই হয়। আর তাই নাক দিয়ে রক্ত পড়লে অনেকেই ভয় পেয়ে যান। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই এই রক্তপাত তেমন কোনো জটিলতা তৈরি করে না।  তবে এই রক্তপাত খুব কম সময়ের মধ্যে ভালো হয়ে গেলেও এর সঠিক কারণ  খুঁজে দেখা ভীষণ জরুরি। তাই এমন ঘটনা ঘটলে শিশুকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো উচিত।
কেন হয় 
নাকের ঝিল্লি আবরণী খুবই পাতলা। এখানে রক্তনালীর সংখ্যাও বেশি থাকে এবং এগুলো অগভীর। তাই সামান্য আঘাতেই রক্ত পড়তে পারে।
কারণসমূহ
*  শুষ্ক আবহাওয়া বা দীর্ঘ সময় রোদে থাকা
* নাকের ভেতর আঘাত পাওয়া
* নাকের ইনফেকশন
* নাকের টিউমার
* নাকের এলার্জি
* উচ্চ রক্তচাপ
* বংশগত
* ওষুধ
সঙ্গে সঙ্গে কি করবেন
* শিশুকে সামনের দিকে ঝুঁকোতে হবে।
* তর্জুনি ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে শক্তভাবে চেপে রাখতে হবে ১০ মিনিট
* পূর্ণ বিশ্রামে রাখতে হবে
* নাকের পাশে বরফ দেয়া যায়
* ভয় পেলে বা বেশি রক্ত গেলে হাসপাতালে যেতে হবে
* রক্ত বন্ধ হলেও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে হবে
* প্রয়োজনে নাকের ভেতর প্যাক দিতে হতে পারে।
* সামান্য সার্জারি লাগতে পারে।
সাবধানতা
রক্ত পড়া অবস্থায় শোয়ানো যাবে না। রক্তপাতের পর কয়েক ঘণ্টা নাক পরিষ্কার করা যাবে না। শিশুদের নখ ছোট রাখতে হবে এবং নাকে হাত দেয়ার অভ্যাস ত্যাগ করাতে হবে। শুষ্ক মৌসুমে নাকের সামনের দিকে পেট্রোলিয়াম জেলি দেয়া যেতে পারে। মাস্ক ব্যবহার করতে হবে  ধুলাবালিতে গেলে। সঠিক কারণ খুঁজে ডাক্তারের পরামর্শমত চিকিৎসা নিতে  হবে।  এ অবস্থায় আতঙ্কিত হওয়া যাবে না।
 

লেখক: কনসালট্যান্ট, শিশু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। চেম্বার: (১) ডা. নাফিসা’স চাইল্ড কেয়ার শাহ মখদুম, রাজশাহী। (২) আমানা হাসপাতাল, ঝাউতলী মোড়, লক্ষ্মীপুর, রাজশাহী। মোবাইল-০১৯৮৪১৪৯০৪৯

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status