খেলা
ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
(২ মাস আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:০২ অপরাহ্ন

ফর্মের তুঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব কিংবা জাতীয় দল- দুই জায়গাতেই সমান তালে পারফর্ম করছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড। দুর্দান্ত এমবাপ্পের কাঁধে বর্তালো গুরু দায়িত্ব। ফ্রান্স ফুটবল জাতীয় দলের অধিনায়ক হলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।
কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফ্রান্সের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক হুগো লরিস। এরপর ক্যাপ্টেনের স্থানটা ফাঁকা ছিল। ফ্রান্সের ফুটবল প্রোগ্রাম ‘টেলিফুট’কে কোচ দেশম জানিয়েছেন, এমবাপ্পেই হতে চলেছেন ফ্রান্সের নতুন অধিনায়ক।
শুরু হয়েছে আন্তর্জাতিক বিরতি। চলতি মাসেই উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের দু’টি ম্যাচ খেলবে ফ্রান্স। আগামী ২৪শে মার্চ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফরাসিরা। আর এই ম্যাচ দিয়েই এমবাপ্পের অধিনায়কত্ব শুরু হবে।
ফ্রান্স ফুটবলের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অধিনায়কের আর্মব্যান্ড পাওয়া ২৪ বছর বয়সী এমবাপ্পের অবশ্য আগেও জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে। গত সেপ্টেম্বরে ন্যাশনস লীগে ডেনমার্কের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন এমবাপ্পে। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সবশেষ ম্যাচে পিএসজিকেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন।