শিক্ষাঙ্গন
সারাদেশে শুরু হয়েছে বিসিএস পরীক্ষা
স্টাফ রিপোর্টার
(৩ বছর আগে) ২৭ মে ২০২২, শুক্রবার, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৩১ অপরাহ্ন

সারাদেশের আটটি বিভাগের ২৫০টি কেন্দ্রে একযোগে ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে ২০০ নম্বরের এই পরীক্ষা শুরু হয়। এটি চলবে বেলা ১২টা পর্যন্ত।
এ বছর বিসিএস পরীক্ষায় সর্বমোট প্রার্থীর সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। যার মধ্যে ঢাকায় ১ লাখ ৮৪ হাজার ৩৩৯ জন, রাজশাহীতে ৩২ হাজার ৫৮১ জন, চট্টগ্রামে ৩০ হাজার ২২৯ জন, খুলনায় ২৫ হাজার ৯৬৭ জন, বরিশালে ১১ হাজার ৬৩৯ জন, সিলেটে ১০ হাজার ৫১৯ জন, রংপুরে ২৮ হাজার ৫৩২ জন এবং ময়মনসিংহে ২৬ হাজার ৯১০ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।