অনলাইন
আরাভ পালাতে পারবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কূটনৈতিক রিপোর্টার
(২ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৪ অপরাহ্ন

দুবাইতে পলাতক পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান এখনো গ্রেপ্তার হয়নি। তবে যে অবস্থায় আছে তাতে সে আর পালাতে পারবে না বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি। মঙ্গলবার সন্ধ্যায় সেগুনবাগিচায় এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মিস্টার আলম বলেন, বাংলাদেশের আসামি কোনো বন্ধুরাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয় না নেয় এবং কোনোভাবে নিজের পরিচয় প্রকাশ পায়, তবে তার মুক্ত থাকার আর কোনো সুযোগ থাকে না। তিনি বলেন, ‘এটুকু বলতে পারি- এখন বিষয়টি যে অবস্থায় রয়েছে তাতে সে আর পালাতে পারবে না।’ আরাভ খান দুবাইতে গ্রেপ্তার হয়েছে- এমন গুঞ্জন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, না এখনো গ্রেপ্তার হয়নি। তার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতকে বিস্তারিত জানানো হয়েছে এবং ঘটনা ক্রমশই প্রকাশ পাচ্ছে। বিতর্কিত স্বর্ণ ব্যবসায়ী পুলিশ হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান মঙ্গলবার সকাল থেকে দুবাই পুলিশের কঠিন নজরদারিতে রয়েছে বলে আগেই নিশ্চিত করেছে দুবাই পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের যোগাযোগ তথা সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত দুবাই’র বাংলাদেশ কনস্যুলেট। জানানো হয়, গ্রেপ্তার এড়াতে আরাভ খান আমিরাত ছাড়তে পারে এমন আশঙ্কা ছিল। কারণ আরাভ খান নাম ব্যবহার করে নেয়া তার ভারতীয় পাসপোর্টে যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা রয়েছে। দুবাই পুলিশের অনানুষ্ঠানিক সূত্র বাংলাদেশ কনস্যুলেটকে এটা নিশ্চিত করেছে যে, আরাভ খান এখন দুবাই পুলিশের হাতের নাগালে, তাকে কঠিন নরজদারিতে রাখা হয়েছে। যাতে কোনো অবস্থাতেই স্থান বদল বা পালাতে না পারে। এ নিয়ে এক প্রশ্নের জবাবে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন মানবজমিনকে বলেন, তাকে আটকে দুবাই পুলিশ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তারা তার অবস্থান চিহ্নিত করেছে। তাকে নজরদারিতে রেখেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ‘আটক’ বা ‘গ্রেপ্তার’ বলা যাবে না।