ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

পুলিশের বেপরোয়া হামলা

তদন্তের নির্দেশনা চেয়ে রিটের শুনানি ২৭ মার্চ

স্টাফ রিপোর্টার

(২ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৭ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে কোন কর্তৃত্বে পুলিশ বেপরোয়া হামলা চালিয়েছে, কমিটি গঠন করে তা তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য ২৭শে মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়।  আদালত ২৭শে মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
এর আগে ১৯শে মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার বিচার বিভাগীয় তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা ও হামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপিপন্থি আইনজীবীদের নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ১৪ প্রার্থী এ রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের আইজি, ঢাকার পুলিশ কমিশনার, ডিবি প্রধান ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়। 
গত ১৫ ও ১৬ই মার্চ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।  প্রথমদিন বিকালে বিএনপিপন্থি নীল প্যানেলের  প্রার্থীরা ভোটকেন্দ্রে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে পুলিশ-আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অর্ধশতাধিক আইনজীবী আহত হন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তাদের এসব নেতাকর্মী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাদের উপরে অতর্কিত হামলা করেছে তারা। দ্বিতীয়দিন ফের ধাক্কাধাক্কি, হাতাহাতিতে জড়ান আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীরা।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

‘দ্য উইক’ ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি/ ‘নিয়তির সন্তান’

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় পুলিশ/ ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই ক্লোজড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status