ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

পুতিনের গ্রেপ্তারি পরোয়ানার পর আইসিসির বিরুদ্ধে মামলা রাশিয়ার

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন

mzamin

যুদ্ধাপরাধের অভিযোগে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তারই পাল্টা হিসেবে আইসিসি-র প্রসিকিউটর এবং বিচারকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার ফাইল খুলছে রাশিয়ার শীর্ষ তদন্তকারী সংস্থা। আইসিসি পুতিন এবং তার চিলড্রেন কমিশনার মারিয়া লভোভা-বেলোভাকে ইউক্রেন থেকে শিশুদের রাশিয়ায় নির্বাসনের জন্য যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করার তিন দিন পর এই পদক্ষেপের বিষয়টি সামনে এলো। অভিযুক্ত হওয়ার একদিন পর, পুতিন রাশিয়ান-অধিকৃত ইউক্রেনীয় শহর মারিউপোলে একটি আকস্মিক পরিদর্শন করেন, এই শহর ইউক্রেনে রাশিয়ান ধ্বংসযজ্ঞের সবচেয়ে খারাপ নিদর্শন বহন করছে।

রাশিয়ার দাবি -পুতিনের পক্ষ থেকে ফৌজদারি অভিযোগের কোনও ভিত্তি নেই এবং ১৯৭৩ সালের জাতিসংঘ কনভেনশনের অধীনে অনাক্রম্যতা উপভোগ করছেন এই রাষ্ট্রনেতা। ফৌজদারি প্রসিকিউশনের অভিযোগ স্পষ্টতই অবৈধ, যেহেতু এর কোনও ভিত্তি নেই। আইসিসি প্রসিকিউটরের পদক্ষেপ রাশিয়ান আইনের অধীনে অপরাধমূলক। কমিটির আরো দাবি জেনেশুনে একজন নির্দোষ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করার জন্য আন্তর্জাতিক সুরক্ষা উপভোগ করা একটি বিদেশি রাষ্ট্রের প্রতিনিধির উপর আইসিসি প্রসিকিউটর এবং বিচারকরা হামলার প্রস্তুতি নিয়েছেন বলেও দোষারোপ করা হয়েছে। ক্রেমলিন আইসিসি ওয়ারেন্ট জারি করাকে আপত্তিজনক এবং আইনত অকার্যকর বলে অভিহিত করেছে, কারণ রাশিয়া আইসিসি তৈরি করা চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়। রাশিয়া বলেছে যে, আদালতের পদক্ষেপ রাশিয়ার বিরুদ্ধে এবং ব্যক্তিগতভাবে পুতিনের বিরুদ্ধে বিদ্যমান শত্রুতার চিহ্ন।

বিজ্ঞাপন
যদিও শুক্রবার আইসিসির প্রেসিডেন্ট পিওর হফম্যানস্কি আল জাজিরাকে বলেছেন যে এটি "সম্পূর্ণ অপ্রাসঙ্গিক" তথ্য যে রোয়ানা জারি করার ক্ষেত্রে রাশিয়া আইসিসির অংশ নয়। আইসিসির বিধি অনুযায়ী, যাদের অধীনে ১২৩ টি রাষ্ট্রীয় দল রয়েছে (সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের দুই-তৃতীয়াংশ) সেই আদালতের এখতিয়ার রয়েছে  রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত অপরাধের তদন্ত করা। হফম্যানস্কি বলেছিলেন ইউক্রেন আইসিসিকে দুবার গ্রহণ করেছে - ২০১৪ এবং ২০১৫ সালে। 

রুশ তদন্তে অভিযুক্ত আইসিসির কর্মকর্তারা হলেন - একজন বৃটিশ আইনজীবী করিম খান  এবং বিচারক তোমোকো আকানে, রোজারিও সালভাতোরে আইতালা, সার্জিও জেরার্ডো উগালদে গোদিনেজ।আইসিসির পদক্ষেপ আদালতের ১২৩ সদস্য রাষ্ট্রকে পুতিনকে গ্রেপ্তার করতে এবং যদি তিনি  তাদের ভূখণ্ডে পা রাখেন  তবে তাকে বিচারের জন্য হেগে স্থানান্তর করতে বাধ্য করে।

পুতিনের সেই ঝুঁকি  কম কারণ  রাশিয়া তার নাগরিকদের হস্তান্তর করে না। তবে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বিরুদ্ধে বিরল পদক্ষেপ ছিল ইউক্রেনে তার আক্রমণের  জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা। ইউক্রেন বলছে, প্রায় ১৩ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৬ হাজারেরও বেশি শিশুকে অবৈধভাবে রাশিয়া বা রাশিয়া-অধিকৃত অঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status