অনলাইন
প্রেসিডেন্ট নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিট আপিলেও খারিজ
অনলাইন ডেস্ক
(২ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন চুপ্পুর নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।
এর আগে সকালে প্রেসিডেন্টের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট এম এ আজিজ খান।
গত ১৫ই মার্চ মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা দুটি রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
গত ৭ই মার্চ মো. সাহাবুদ্দিনকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।