কলকাতা কথকতা
ফের গোয়েন্দা পায়রা আটক, এবার জলপাইগুড়িতে
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১০:২১ পূর্বাহ্ন
পায়রা যেন অ্যালার্জি হয়ে যাচ্ছে কলকাতা ও রাজ্য পুলিশের কাছে। কিছুদিন আগে ওড়িশার বালাসোরের কাছে পারাদ্বীপ বন্দরে একটি গোয়েন্দা পায়রা আটক করা হয়েছিল। যার নখের ডগায় আটকানো ছিল ক্যামেরা। এবার আবার বাংলাদেশ সীমান্তবর্তী জলপাইগুড়িতে ধরা পড়লো আর একটি পায়রা। এর পায়ে লেখা ছিল একটি মোবাইল নম্বর। পায়রাটি উদ্ধার হয় জলপাইগুড়ির প্রধানগরের হাটে । অসুস্থ পায়রাটি বসেছিল একটি গাছের মগডালে। পায়রাটির পায়ে লেখা মোবাইল নম্বরে ফোন করে দেখা যায় সেটি হিমাচল প্রদেশের এমডি আকবরের । তবে তিনি পায়রার মালিকানা অস্বীকার করেন। অনুমান করা হচ্ছে যে, নম্বরটি আসলে কোনও সংকেতিক চিহ্ন।জলপাইগুড়ি পুলিশ দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে পায়রাটিকে। সাহায্য নেয়া হচ্ছে বন দপ্তরের।