খেলা
গার্দিওলার কীর্তি ছুঁলেন জাভি
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৪১ পূর্বাহ্ন

ভঙ্গুর এক দলের দায়িত্ব নিয়েছিলেন জাভি হার্নান্দেজ। রোনাল্ড কোম্যানের কোচিংয়ে দুর্দশায় পতিত হওয়া বার্সেলোনাকে ধীরে ধীরে কক্ষপথে ফিরিয়েছেন স্প্যানিশ সুপারস্টার। জাভির কোচিংয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ব্লাউগ্রানারা। যা প্রমাণিত হয়েছে শেষ কয়েকটি এল ক্লাসিকোতে। সবশেষ রোববার রাতেও বার্সার শিকার রিয়াল। আর এল ক্লাসিকো জিতে অনন্য কীর্তি গড়েন কাতালানদের কোচ জাভি।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৬ এল ক্লাসিকোর ৫টিই জিতেছে বার্সেলোনা। আর এ বছর রিয়াল-বার্সার শেষ তিন লড়াইয়ে বিজয়ী জাভি হার্নান্দেজের দল। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল, এ মাসের শুরুতে কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগ এবং সবশেষ রোববার রাতে লা লিগার ম্যাচে। গত ১২ বছরে বার্সার কোনো কোচ টানা তিনটি এল ক্লাসিকো জয়ের কৃতিত্ব অর্জন করতে পারেননি। সবশেষ ২০১১ সালে এই কীর্তি গড়েছিলেন বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা।
২৬ ম্যাচে ২২ জয় ও ২ হারে ৬৮ পয়েন্ট নিয়ে লা লিগা শিরোপার দৌড়ে আরও এগিয়ে গেলো বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬। অর্থাৎ, ১২ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। দুই দলেরই মৌসুমের ১২ ম্যাচ বাকি। তবে এখনই স্বস্তির ঢেকুর তুলতে নারাজ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘১২ ম্যাচ বাকি থাকতে ১২ পয়েন্টে এগিয়ে গিয়েছি। এতে বেশ খুশি। কিন্তু এখনও সব শেষ হয়ে যায়নি। লা লিগার শিরোপা জেতা বা না জেতা এখন আমাদের হাতে। আমরা চাইলেই আরাম করতে পারি না। চ্যাম্পিয়ন হয়ে গেছিÑ এমন অনুভূতিও কাজ করছে না। এখনও বহু পথ পাড়ি দিতে হবে।’
২-১ গোলের জয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাভি। তবে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়াটা নিয়ে বার্সা কোচের অসন্তোষ রয়েছে। জাভি বলেন, ‘আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছি। ম্যাচের নিয়ন্ত্রণও আমাদের হাতে ছিল। সব মিলিয়ে ওদের চেয়ে ভালো খেলেছি। ম্যাচের ফলও ঠিক আছে। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়াটাই শুধু ঠিক ছিল না।’