কলকাতা কথকতা
হুমকির পর সালমানের নিরাপত্তা বাড়লো, কলকাতায় আসা অনিশ্চিত
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ মাস আগে) ২০ মার্চ ২০২৩, সোমবার, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৬ অপরাহ্ন

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোয়ের সালমান খানকে হত্যার হুমকির প্রেক্ষিতে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মুম্বই পুলিশের নিরাপত্তা বেড়েছে। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে সালমানকে সবরকম গ্রাউন্ড এক্টিভিটি বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে। এপ্রিলে মুক্তি পাচ্ছে সালমানের ছবি-কিসিকা ভাই, কিসিকা জন। এই ছবির প্রমোশনে কলকাতায় আসার কথা ছিল সালমান খানের। গ্রাউন্ড এক্টিভিটি বন্ধ, তাই সালমানের কলকাতায় আসাও অনিশ্চিত। বর্তমানে সালমান মুম্বইয়ের বাইরে আছেন। তিনি কবে মুম্বই ফিরবেন তা গোপন রাখা হয়েছে। সালমানের নিরাপত্তার অন্যতম দায়িত্বে থাকা প্রশান্ত গোলতালকারের কাছে বিষ্ণোয়ের সহযোগী দুর্ধর্ষ গ্যাংস্টার গোল্ডি ব্রারের একটি ইমেইল আসে। তাতে গোল্ডি সালমানের সময় চায় দেখা করার জন্য।