খেলা
রোনালদোর নৈপুণ্যে জয়ে ফিরলো আল নাসর
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ৩:০৪ অপরাহ্ন

২০১৮ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্পেনের মুখোমুখি হয় পর্তুগাল। গ্রুপপর্বের সেই ম্যাচে ৮৮তম মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে পিছিয়ে ছিল পর্তুগিজরা। নিশ্চিত হারতে চলা ম্যাচে পর্তুগালের মাসিহা হয়ে ওঠেন ক্রিস্টিয়ানো রোনালদো। নির্ধারিত সময়ের ২ মিনিট বাকি থাকতে ফ্রি-কিকে অসাধারণ এক গোলে দলকে সমতায় ফেরান তিনি। নিজে পূর্ণ করেন হ্যাটট্রিক। এবার সৌদি প্রো লীগে কঠিন মুহূর্তের চাপ সামলে ফ্রি-কিকে পুরনো জাদু দেখালেন রোনালদো। শনিবার মার্সুল পার্কে আবহার বিপক্ষে পর্তুগিজ সুপারস্টারের গোলে ১-১ সমতা টানা আল নাসর এফসি শেষতক ম্যাচ জিতে নেয় ২-১ ব্যবধানে। আর এতে প্রো লীগে এক ম্যাচ পর জয়ে ফিরলো রুডি গার্সিয়ার দল। আগের ম্যাচে আল ইত্তিহাদ এফসির কাছে ১-০ গোলে হেরেছিল আল নাসর।
ঘরের মাঠে ২৬তম মিনিটে পিছিয়ে পড়ে আল নাসর এফসি। গোলটি করেন আবহার অ্যারাবিয়ান ফরোয়ার্ড আব্দুলফাতাহ আদম আহমেদ মোহাম্মদ।
দুর্দান্ত জয়ের পর সোশ্যাল মিডিয়ায় রোনালদো লিখেছেন, ‘জয় পাওয়াটা আনন্দের। নিজেদের স্টেডিয়ামে আমাদের দর্শকের সামনে গোল করতে পেরে আমি খুবই আনন্দিত।’
আল নাসর কোচ রুডি গার্সিয়া টুইট করেন, ‘প্রথমার্ধে কিছু ভুল হয়েছিল। তবে আমাদের মানসিক শক্তি পরিস্থিতি বদলে দিতে সাহায্য করেছে। কঠিন পথে পাওয়া এই জয় থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
২১ ম্যাচে ১৫ জয় ও ২ হারে ৪৯ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগের দ্বিতীয় স্থানে আল নাসর এফসি। সমান সংখ্যক ম্যাচে ১৫ জয় ও ১ হারে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ এফসি। ২৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ আবহা।