খেলা
হৃদয়ের নাম বিভ্রাট, ‘তৌহিদ নয়, তাওহীদ’
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ২:০৭ অপরাহ্ন

ওয়ানডে অভিষেকে বাংলাদেশের কেউ এখনও সেঞ্চুরি করেননি। অল্পের জন্য সেই সৌভাগ্য হয়নি তৌহিদ হৃদয়েরও। আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেকে শতরানের দেখা না পেলেও তরুণ এই ব্যাটার প্রথম বাংলাদেশি হিসেবে নিজের প্রথম ওয়ানডেতে ন্যূনতম ৯০ রান করার কীর্তি গড়েন। হন ম্যাচসেরা। সেরা হওয়ার সুবাদে প্রেস কনফারেন্সে ওঠেন এই মিডল অর্ডার ব্যাটার। আর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের নামের বিভ্রাট দূর করেন তিনি। জানান, তার নাম তৌহিদ নয়; বরং তাওহীদ হৃদয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন অভিষিক্ত হৃদয়। পাঁচে নামা এই ব্যাটার ৮৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৯২ রান করেন। মাত্র ৮ রানের জন্য ছুঁতে পারেননি একশ’র কোঠা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় জানান, এতদিন ধরে সব জায়গায় তার নামের প্রথম অংশের ভুল বানান লেখা হয়েছে। তার নাম তৌহিদ নয়, তাওহীদ। পাল্টা প্রশ্নও হলো যে, বানানে ই-কার নাকি ঈ-কার, কোনটি লেখা ঠিক হবে? হাসতে হাসতে হৃদয়ের জবাব, ‘ই-কার বা ঈ-কার, যাই দেন সমস্যা নেই। আমার নাম হচ্ছে আসলে তাওহীদ হৃদয়। তবে সবাই আমাকে তৌহিদ বলে। অনূর্ধ্ব-১৯ থেকেই সবাইকে বলে এসেছি। কিছু জায়গায় ঠিকও ছিল। এখন বেশিরভাগ জায়গায় তৌহিদই চলছে। তবে তাওহীদ ডাকলেই আমার ভালো লাগে। তাওহীদের সুন্দর একটি অর্থও আছে তো, একারণেই... (হাসি)।’ আরবি শব্দ তাওহীদের অর্থ- একত্ববাদ।
নামের ভুল বানান নিয়ে আক্ষেপ প্রকাশের সঙ্গে সেঞ্চুরি মিস করার হতাশা ফুটে ওঠে তাওহীদের কণ্ঠে। তিনি বলেন, ‘সেঞ্চুরি মিস করায় কিছুটা হতাশ আমি। তবে শুরুটা দুর্দান্ত করায় আমি আনন্দিত। ভালো বোধ করছি। সাকিব ভাই আমাকে অনেক আত্মবিশ্বাস যুগিয়েছেন। আমি শুধু আমার পরিকল্পনা মতো খেলার চেষ্টা করেছি।’