কলকাতা কথকতা
কলকাতায় আগুনে পুড়লো ঐতিহ্যবাহী এনটি ওয়ান স্টুডিও
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৮ মাস আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ১১:০৩ পূর্বাহ্ন
রোববার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ আগুন লাগে কলকাতার ঐতিহ্যবাহী স্টুডিও এনটি ওয়ানে। একঘণ্টার আগুনের লেলিহান শিখায় টালিগঞ্জের অশোকনগরে ১০ নম্বর চন্ডি ঘোষ লেনের স্টুডিওতে পুড়ে ছাই হয়ে যায় ৯২ বছর আগে প্রতিষ্ঠিত স্টুডিওটির একটি অংশ। বিলীন হয়ে যায় এক টুকরো ইতিহাস। ১৯৩১ সালের ১০ই ফেব্রুয়ারি ভারতীয় চলচিত্রের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব বিএন সরকার প্রতিষ্ঠা করেছিলেন এই স্টুডিও। হাতি মার্কা প্রতীক সংবলিত এই এনটি ওয়ানের ছবিগুলি একসময় ভারতীয় ফিল্মের পথিকৃত ছিল। কে শুটিং করেননি এখানে। কিংবদন্তি উত্তম- সুচিত্রা থেকে ছবি বিশ্বাস, বিকাশ রায় থেকে আরম্ভ করে অসিত বরণ, সাবিত্রী চট্টোপাধ্যায়, জহর গাঙ্গুলি, মুম্বাইয়ের অশোক কুমার, লীলা চিটনিস - সবার নাম এই নিউ থিয়েটারস স্টুডিওর সঙ্গে যুক্ত। ইদানিং বহু সিরিয়ালের শুটিং হতো এই এনটি ওয়ানে। রোববার ভোরে কিভাবে এনটি ওয়ানে আগুন লাগলো তার কারণ জানা যায়নি। স্থানীয় মানুষজন প্রথমে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে দমকলে খবর দেন।
মন্তব্য করুন
কলকাতা কথকতা থেকে আরও পড়ুন
কলকাতা কথকতা সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]