খেলা
জাপান-কোরিয়ার বিপক্ষে খেলবেন না নুনেস
স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, রবিবার
নিজেদের আসন্ন দুই প্রীতি ম্যাচে দারউইন নুনেসকে পাচ্ছে না উরুগুয়ে। চোটের কারণে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। আগামী ২৪ ও ২৮শে মার্চ যথাক্রমে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে উরুগুয়ে। এই দুই ম্যাচের স্কোয়াডে শুরুতে রাখা হয়েছিল নুনেসকে। তবে উরুগুয়ের ফুটবল এসোসিয়েশন এবং তার ক্লাব লিভারপুল আলাদাভাবে গত শুক্রবার জানিয়েছে যে, নুনেস ম্যাচ দুটিতে অংশ নেবেন না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে গোড়ালিতে চোট পান নুনেস। উরুগুয়ের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও সেরে ওঠেননি ২৩ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচ খেলেছেন নুনেস। ১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন চার গোল। দলটির হয়ে তার চেয়ে বেশি সরাসরি গোলে অবদান রেখেছেন কেবল মিশরি ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৩৩)।