খেলা
ব্যাপক পরিবর্তন স্পেন দলে
স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩, রবিবারইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দুই ম্যাচের জন্য স্পেন দলে ফিরেছেন গোলরক্ষক কেপা আরিজাবালাগা। তবে বাইরেই রয়ে গেছেন অভিজ্ঞ ডেভিড ডি হেয়া। কাতার বিশ্বকাপের দলে দুই অভিজ্ঞ গোলরক্ষকের কেউই ছিলেন না। চলতি মাসের শেষের দিকে নরওয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে স্পেন। এই দুই ম্যাচের জন্য গত শুক্রবার স্কোয়াড ঘোষণা করেছেন দলটির নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সবশেষ কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে হেরে বিদায় নেয় স্পেন। হতাশাময় টুর্নামেন্টে কাটানো ওই স্কোয়াডের মাত্র ১১ জন দলে জায়গা ধরে রেখেছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রিয়াল সোসিয়েদাদের মার্তিন জুবিমেন্দি, ওসাসুনার ডেভিড গার্সিয়া ও এস্পানিওলের হোসেলু মাতো। ২০২০ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন ডি হেয়া। তবে চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বেশ ভালো ফর্মে আছেন স্প্যানিয়ার্ড গোলরক্ষক। সমপ্রতি গড়েছেন ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ড। ইংলিশ ক্লাব চেলসির গোলরক্ষক আরিজাবালাগাও দীর্ঘদিন জাতীয় দলে খেলেননি। সবশেষ দলে ছিলেন ২০২০ সালের নভেম্বর। সাড়ে তিন বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন ফরোয়ার্ড ইয়াগো আসপাস। চলতি মৌসুমে সেল্টা ভিগোর হয়ে লা লিগায় ২৫ ম্যাচে ১১ গোল করেছেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। লম্বা সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজও। স্পেনের হয়ে সবশেষ ২০১৮ সালে খেলেছিলেন তিনি। ইউরো বাছাইয়ে স্পেনের প্রথম ম্যাচ আগামী ২৫শে মার্চ, নরওয়ের বিপক্ষে। পরের ম্যাচ তিন দিন পর, প্রতিপক্ষ স্কটল্যান্ড।